Hajj Ke Fazail

Book Name:Hajj Ke Fazail

জালি মোবারককে চুম্বন করা কিংবা হাত লাগানো থেকে বিরত থাকুন কেননা এটা আদবের পরিপন্থী কারণ আমাদের হাত এটার উপযুক্ত নয় যে, জালি মোবারক স্পর্শ করবো, সুতরাং চার হাত (দুই গজ) দূরেই থাকবেন, এটা কি কম সৌভাগ্য নয় যে আপনাকে পবিত্র রওযার নিকট আহবান করেছে এবং হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দয়ার দৃষ্টি এখন বিশেষ করে আপনার দিকে রয়েছে (বাহারে শরীয়াত, /১২২৪-১২২৫)

    এখন আদব আগ্রহের সাথে ভারাক্রান্ত আওয়াজে তবে আওয়াজ যেনো এতটুকু বৃদ্ধি না হয় এবং কঠোর না হয় যে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, আর না একেবারেই নিম্নস্বর, কারণ এটা সুন্নাতের বিপরিত বরং মধ্যম আওয়াজে এই শব্দগুলোর সাথে সালাম আরয করবে:

اَلسَّلَامُ عَلَیْکَ اَیُّھَا النَّبِیُّ وَرَحْمَۃُ اللّٰہِ وَ بَرَکَاتُہ ، اَلسَّلَامُ عَلَیْکَ یَارَسُوْلَ اللّٰہِ ، اَلسَّلَامُ عَلَیْکَ یَاخَیْرَ خَلْقِ اللّٰہِ ، اَلسَّلَامُ عَلَیْکَ یَاشَفِیْعَ الْمُذْنِبِیْنَ ، اَلسَّلَامُ عَلَیْکَ وَعَلٰی اٰلِکَ وَاَصْحَابِکَ وَاُمَّتِکَ اَجْمَعِیْنَ ،

    অর্থাৎ হে নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপনার উপর সালাম আল্লাহ পাকের রহমত বরকত হে আল্লাহ পাকের রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপনার উপর সালাম হে আল্লাহ পাকের সমস্ত মাখলুক থেকে উত্তম, আপনার উপর সালাম, হে গুনাহগারে সুপারিশকারী আপনার উপর সালাম, আপনার উপর, আপনার পরিবারের উপর আপনার সমস্ত উম্মতের উপর সালাম

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

    হযরত ইমাম কুস্তালানী বর্ণনা করেন: যে কোন ব্যক্তি হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সম্মানিত কবরের সামনাসামনি দাঁড়িয়ে এই আয়াত শরীফ পাঠ করবে: اِنَّ اللّٰہَ وَمَلٰئِکَتَہ یُصَلُّوْنَ عَلَی النَّبِیِّ (২২ পারা, আহযাব,