Hajj Ke Fazail

Book Name:Hajj Ke Fazail

নবী, রাসূলে আরবী    صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যদি চতুর্থবার স্বপ্নে তশরীফ আনেন তবে আমি নিজের অবস্থা সম্পর্কে আরয করবো

    চতুর্থ রাতে আবারও নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমার ঘরে আগমন করেন আর ইরশাদ করেন: “তুমি এই বছর হজ্ব করার জন্য চলে আসোআমি বিনয় সহকারে আরয করলাম: “হে আমার প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমার কাছে হজ্বের সফরের জন্য তো খরচ নেইইরশাদ করলেন: “তুমি তোমার ঘরের অমুখ জায়গায় খনন করো, সেখানে তোমার দাদার লৌহ বর্ম (লড়াইয়ের পোশাক) রক্ষিত আছেএতটুকু ইরশাদ করে রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাশরীফ নিয়ে চলে গেলেন সকালে যখন আমার চোখ খুললো তখন আমি অনেক খুশি ছিলাম ফযরের নামাযের পর প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নির্দেশিত স্থানে খনন করলাম তখন সেখানে সত্যি সত্যিই একটি মহা মূল্যবান লৌহ বর্ম বিদ্যমান ছিলো, সেটা সম্পূর্ণ পরিস্কার পরিছন্ন ছিলো এমনকি সেটাকে কেউ ব্যবহারও করেনি! আমি সেটাকে চার হাজার দিনারের বিনিময়ে বিক্রয় করলাম আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম اَلْحَمْدُ لِلّٰه নবীদের সরদার, হুযুরে আনওয়ার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দয়ার দৃষ্টিতে হজ্বের খরচ নিজে নিজেই ব্যবস্থা হয়ে গেলো (উয়ুনুল হিকায়াত, ৩২৬ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

   প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো! প্রিয় নবী