Book Name:Hajj Ke Fazail
অর্থাৎ যে (ব্যক্তি) আমার উপর জুমার দিন দরূদ শরীফ পাঠ করবে, আমি কিয়ামতের দিন তার জন্য শাফায়াত করবো।
(জমউল জাওয়ামে লিস সূয়ুতি,৭ম খন্ড, ১৯৯ পৃষ্ঠা, হাদীস: ২২৩৫২। যিয়ায়ে দরূদ ও সালাম, ১১ পৃষ্ঠা)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস ১২৮৪) হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলম শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আজকে আমাদের বয়ানের বিষয় “হজ্বের ফযীলত”, এতে আমরা হজ্বের ফযীলত, হাজীদের জন্য হজ্বের প্রয়োজনীয় মাসায়িল, মক্কা ও মদীনা শরীফের আদব ও অসংখ্য মনোমুগ্ধকর বষয় শুনার সৌভাগ্য অর্জন করবো। আল্লাহ পাক সম্পূর্ণ বয়ান ভালো ভালো নিয়্যত সহকারে শুনার সৌভাগ্য দান করুক। আমীন
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد