Sara Quran Huzoor Ki Nemat Hai

Book Name:Sara Quran Huzoor Ki Nemat Hai

প্রিয় নবীর অদৃশ্য জ্ঞান

আসুন, একটি ঘটনা, একটি মুবারক আয়াত, তার শানে নুযূল এবং তাফসীরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো শুনি,

একবার তাজেদারে রিসালাত صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ ইরশাদ করলেন: "আমার উম্মতের জন্মের পূর্বে যখন আমার উম্মত মাটির আকারে ছিল, তখন তাদের নিজ নিজ আকৃতিতে আমার সামনে পেশ করা হয়েছিল, যেমনটি হযরত আদম عَلَیْہِ السَّلَام এর সামনে পেশ করা হয়েছিল, এবং আমাকে এই জ্ঞান দেওয়া হয়েছে যে, কে আমার উপর ঈমান আনবে আর কে কুফরি করবে," এই সংবাদ যখন মুনাফিকদের কাছে পৌঁছাল, তখন তারা ঠাট্টা করে বলল: মুহাম্মদ মুস্তফা صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ দাবি করছেন যে, তিনি সেই  লোকদেরও চেনেন যারা এখনও জন্ম নেয়নি, তাদের মধ্যে কে ঈমান আনবে আর কে কুফরি করবে, অথচ আমরা তাঁর সাথে থাকি আর তিনি আমাদেরকেই চেনেন না এর উপর হুযু পাক صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ মিম্বরে দাঁড়িয়ে আল্লাহ পাকের প্রশংসা করার পর ইরশাদ করলেন: সেই লোকদের কী অবস্থা যারা আমার ইলম (জ্ঞান) নিয়ে আপত্তি করে? আজ থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে, তার মধ্যে এমন কোনো জিনিস নেই যা তোমরা আমার কাছে জিজ্ঞাসা করবে আর আমি তোমাদের তার সংবাদ দেব না! হযরত আব্দুল্লাহ বিন হুযাফা সাহমী رَضِیَ اللهُ عَنْہُ দাঁড়িয়ে বললেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমার পিতা কে? ইরশাদ করলেন: হুযাফা! এরপর হযরত মর رَضِیَ اللهُ عَنْہُ দাঁড়িয়ে আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমরা আল্লাহ পাকের রব হওয়া, ইসলামের দ্বীন হওয়া, কুরআনের ইমাম পথপ্রদর্শক হওয়া এবং আপনার নবী