Book Name:Sara Quran Huzoor Ki Nemat Hai
উপর দিনে একশ (১০০) বার দরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার একশ (১০০)টি হাজত (ইচ্ছ) পূরণ করবেন, যার মধ্যে সত্তরটি (৭০) পরকালে এবং ত্রিশটি (৩০) ইইকালে দেয়া হবে । (কানযুল উম্মাল, কিতাবুল আযকার, ১/২৫৫, হাদীস: ২২২৯)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বয়ান শোনার নিয়্যত
প্রিয় নবী صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
।প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো। আদব সহকারে বসবো। বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো । নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো । যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আমাদের আজকের বয়ানের বিষয় হলো "সমগ্র কুরআনে প্রিয় নবী صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ এর প্রশংসা", যাতে আমরা নবী করীম صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ এর শান ও মর্যাদা, ফযীলত ও বরকত এবং হুযুর পুরনূর صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ এর সেই সব বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করবো যা কুরআন করীমে বর্ণনা করা হয়েছে। আসুন! প্রথমে আমরা প্রিয় নবী صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ এর মাহাত্ম্যপূর্ণ কিছু ঘটনা শুনি, তারপর সেই সম্পর্কিত কুরআনের আয়াত এবং তার