Sara Quran Huzoor Ki Nemat Hai

Book Name:Sara Quran Huzoor Ki Nemat Hai

আমল" এর মধ্যে নং নেক আমল হলো এই যে, "আপনি কি আজ কমপক্ষে ৩১৩ বার দরূদ শরীফ পাঠ করেছেন?" এই নেক আমলের উপর যদি আমরা আমল করি, তবে আমরা দরূদে পাক পড়ার অভ্যস্ত হয়ে যাব, তাই, দরূদে পাক পাঠের অভ্যাস গড়ার জন্য নেক আমলের উপর আমল করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

যিকির ও দরূদের মাদানী ফুল

আসুন! যিকির দরূদ সম্পর্কে কিছু মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি, প্রথমে দুটি প্রিয় নবী صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ এর বাণী লক্ষ্য করুন: () ইরশাদ হচ্ছে: যে ব্যক্তি তার রবের যিকির করে এবং যে করে না, তাদের উদাহরণ হলো জীবিত মৃতের মতো (বুখারী, কিতাবুদ দা'ওয়াত, /২২০, হাদীস: ৬৪০৭) () ইরশাদ হচ্ছে: কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী সে হবে, যে দুনিয়াতে আমার উপর অধিক হারে দরূদ শরীফ পাঠ করেছে (তিরমিযী, /২৭, হাদীস: ৪৮৪) * আল্লাহর যিকির সবসময়ই রূহানী (আত্মিক খাদ্য) * কিছু আল্লাহর আউলিয়া তিন তিন বছর পানি পান করেননি, কিন্তু জীবিত ছিলেন, কীভাবে? আল্লাহর যিকিরের বরকতে (মিরাআতুল মানাজীহ, /৩২০) * আল্লাহর যিকিরের আধিক্য করুন, আল্লাহ পাকের বিশেষ বান্দা হয়ে যাবেন (আরাবী কে সাওয়ালাত আওর আরাবী আক্বা কে জাওয়াবাত,পৃষ্ঠা৩)
* হযরত সুলাইমান عَلَیْہِ السَّلَام এর বাণী: মোরগ বলে: "اُذْکُرُوا اللهَ یَا غَافِلِیْن" অর্থাৎ হে উদাসীনরা! আল্লাহর যিকির করো (ফয়যুল ক্বাদীর, /৪৮৮, হাদীস: ১৯৫ নং হাদীসের ব্যাখ্য) (প্রাগুক্ত পৃষ্ঠা ৩৯) * দরূদে পাক এমন একটি আমল যা স্বয়ং আল্লাহ পাকও করেন (গুলদস্তায়ে দরূদ সালাম, পৃষ্ঠা ১৭* যদি এমন কোনো কাজ থাকে