Book Name:Sara Quran Huzoor Ki Nemat Hai
মুসলমানগণ! তোমরা যেখানেই থাকো স্বীয় মুখ সেটার দিকে ফিরাও।
প্রসিদ্ধ মুফাসসীরে কুরআন হযরত মুফতি আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই আয়াতে কারীমার ব্যাখ্যায় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বর্ণনা করেছেন, আসুন তা থেকে কিছু শুনি:
(১) এই ঘটনা থেকে জানা যায় যে, সমস্ত মানুষ আইনের অধীন এবং আইন প্রিয়জনের (নবীর) ইচ্ছার প্রতীক্ষায় থাকে।
(২) কা'বার যে সম্মান মিলেছে যে, সমস্ত আউলিয়া, গাউস ও কুতুব তার দিকে মাথা নত করেন, তা প্রিয় নবীর বদৌলতে মিলেছে, তাঁর ইচ্ছাই কা'বাকে কিয়ামত পর্যন্ত কিবলা বানিয়ে দিয়েছেন। (শানে হাবীবুর রহমান, পৃষ্ঠা ৪২)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সমস্ত প্রাচুর্য তাঁর থেকেই প্রাপ্ত
আমরা এইমাত্র কিছু ঘটনা, মুবারক আয়াত, তার তাফসীরের গুরুত্বপূর্ণ বিষয় এবং শানে নুযূলের ঘটনা শুনলাম, যা থেকে নবী করীম صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ এর শান (প্রকাশ) পাচ্ছে। এতে কোনো সন্দেহ নেই যে, যদি কুরআন করীমকে ঈমানের দৃষ্টিতে দেখা হয়, তবে পুরো কুরআনই হুযুর পাক صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ এর প্রশংসা। আসুন! এর আরও কিছু ঝলক দেখি:
পারা ৩০, সূরা কাওসারের ১ নং আয়াতে আ্ল্লাহ পাক ইরশাদ করেন: