Sara Quran Huzoor Ki Nemat Hai

Book Name:Sara Quran Huzoor Ki Nemat Hai

আমরা আমাদের প্রিয়  নবী রাসূলে আরবী صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ এর পবিত্র শান, তাঁ ফযীলত এবং বৈশিষ্ট্যসমূহ শুনছিলাম নিশ্চয়ই আমাদের প্রিয় নবী صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ  এর শান তো অতুলনীয়, নিশ্চয়ই যে সত্তার উপর আল্লাহ পাকের মহান অনুগ্রহ রয়েছে, তাঁর ফযীলত কে গণনা করতে পারে?

 

হযরত ইমাম কাযী আয়ায মালিকী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ"শিফা শরীফে লিখেন: حَارَتِ الْعُقُولُ فِي تَقْدِيرِ فَضْلِہٖ عَلَيْهِ وَخَرِسَتِ الْأَلْسُنُ অর্থাৎ আল্লাহ করীমের যে (অনুগ্রহ) হুযুর পুরনূর صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ এর উপর রয়েছে, তার পরিমাপ করতে গিয়ে বিবেক হয়রান এবং জিহ্বা অপারগ হয়ে গিয়েছে

(আশ-শিফা বিত তা'রীফি হুকুকিল মুস্তফা, /১০৩)

 

সমাজের সংস্কার দ্বীনের মৌলিক উদ্দেশ্য

اَلْحَمْدُ لِلّٰه ২রা সেপ্টেম্বর হলো (ইয়াওমে দাওয়াতে ইসলামী) তথা দাওয়াতে ইসলামী দিবস আসুন! এই প্রিয় সংগঠন দাওয়াতে ইসলামী সম্পর্কে কিছু শুনি:

সমাজের সংস্কার দ্বীনের গুরুত্বপূর্ণ মৌলিক উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম পারা ১৩, সূরা ইবরাহীম, নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:

 

الٓرٰ- كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَیْكَ لِتُخْرِ جَ النَّاسَ مِنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ

(পারা ১৩, সূরা ইব্রাহিম, আয়াত )      কানযুল ঈমানের অনুবাদ: আলিফ লাম রা, একটি কিতাব, যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, যাতে আপনি মানুষকে অন্ধকাররাশি থেকে আলোর মধ্যে নিয়ে সেন