Sara Quran Huzoor Ki Nemat Hai

Book Name:Sara Quran Huzoor Ki Nemat Hai

সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ২৮ আগস্ট ২০২৫ইং

() সুন্নাত আদব শেখা: মিনিট, () দোয়া শেখা: মিনিট,
(
) পর্যালোচনা: মিনিট মোট সময়কাল- ১৫ মিনিট

 

যিকির ও দরূদের অবশিষ্ট মাদানী ফুল

    * আল্লাহ পাকের দরূদ হলো রহমত নাযিল করা, আর ফেরেশতাদের এবং আমাদের দরূদ হলো রহমতের দু' করা (গুলদস্তায়ে দরূদ সালাম, পৃষ্ঠা ২১) *  দরূদ শরীফ পড়া মূলত নিজের প্রতিপালকের দরবারে চাওয়ার একটি উত্তম পদ্ধতি (গুলদস্তায়ে দরূদ সালাম, পৃষ্ঠা ২২) *  দরূদ সালাম পড়া আল্লাহ পাক এবং তাঁর প্রিয় হাবীব صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ এর সন্তুষ্টি হওয়ার কারণ (গুলদস্তায়ে দরূদ সালাম, পৃষ্ঠা ১২) *  বরকত লাভ, অভ্যন্তরীন উন্নতি এবং হুযুর صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ এর নৈকট্য লাভের জন্য দরূদ সালামের আধিক্যের চেয়ে বড় কোনো মাধ্যম নেই (গুলদস্তায়ে দরূদ সালাম, পৃষ্ঠা ১৭) *  দরূদে পাক দোয়া কবুলের কারণ (ফিরদাউসুল আখবার, , /২২, হাদীস: ৩৫৫৪) *  দরূদে পাক সমস্ত পেরেশানি দূর করার জন্য এবং সমস্ত হাজত (ইচ্ছা) পূরণের জন্য যথেষ্ট (দুররে মানসূর, পারা ২২, আল-আহযাব, ৫৬ নং আয়াতের পাদটীকা, /২৫৪)  * দরূদে পাক গুনাহের কাফফারা (জালাউল আফহাম, পৃষ্ঠা ২৩৪)
*
দরূদে পাক সদকার স্থলাভিষিক্ত, বরং সদকার চেয়েও উত্তম (জাযবুল কুলুব, পৃষ্ঠা ২২৯) * দরূদ শরীফে বিপদ-আপদ দূর হয় * রোগ থেকে আরোগ্য লাভ হয় * ভয় দূর হয় * অত্যাচার থেকে মুক্তি লাভ হয় *  শত্রুদের উপর বিজয় লাভ হয় *  দরূদ শরীফ পড়লে কিয়ামতের ভয়াবহতা থেকে মুক্তি লাভ হয় *  মৃত্যুর কষ্ট সহজে লাঘবহয় *  দুনিয়ার ধ্বংসযজ্ঞ থেকে মুক্তি মেলে * অভাব দূর হয় *  ভুলে যাওয়া জিনিস মনে পড়ে যায় (জাযবুল কুলুব, পৃষ্ঠা ২২৯)