Sara Quran Huzoor Ki Nemat Hai

Book Name:Sara Quran Huzoor Ki Nemat Hai

যাবে, যাদের নিয়মিত আমল পূর্ববর্তী নেককারদের কথা স্মরণ করিয়ে দেয়, কবরস্থানে যাওয়া, কবর দেখে আল্লাহর ভয়ে কাঁদা, জানাযা দেখে ব্যাকুল হয়ে যাওয়া, রাতে উঠে উঠে আল্লাহর ভয়ে অশ্রু ঝরানো, কেঁদে কেঁদে আল্লাহর দরবারে তওবা করা,এইসব পবিত্র অবস্থা দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে দেখতে পাওয়া যায় اَلْحَمْدُ لِلّٰه এই সময়ে দাওয়াতে ইসলামী সম্ভবত একমাত্র দ্বীনি সংগঠন, যা অন্তরকে আল্লাহর ভয়ে প্রকম্পিত রাখে, একইভাবে এই প্রিয় পরিবেশে ইশকে মুস্তফার সুধা পরিপূর্ণ ভাবে পান করানো হয়, এর সাথে সাথে সাহাবা আহলে বাইতের ভালোবাসাও মিশিয়ে পান করানো হয়, আপনি নিজেও এই দ্বীনি পরিবেশের সাথে যুক্ত থাকুন এবং আপনার পরিবারের সদস্যদের, আপনার সন্তানদের এবং বন্ধু-বান্ধবদেরও এই দ্বীনি পরিবেশের সাথে যুক্ত করার চেষ্টা করুন اِنْ شَآءَ الله এর বরকতে দুনিয়া আখেরাত উভয় জাহানেই কল্যাণ লাভ হবে

৮ নং নেক আমলের প্রতি উৎসাহ

হে আশিকানে রাসূল! নবী করীম صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ এর আগমনের প্রিয় মাস রবিউল আউয়াল চলমান, এই মাসে দরূদে পাকের আধিক্য করা উচিত, দরূদে পাক সংক্ষিপ্ত এবং মহিমান্বিত আমল কিন্তু এর সওয়াব অনেক বেশি, এর বরকতে নবী করীম صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ এর শাফায়াত ওয়াজিব হয়ে যায়, তাই, শাফায়াতে মুস্তফার অধিকারী হওয়ার জন্য দরূদে পাকের আধিক্য করুন اَلْحَمْدُ لِلّٰه  আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে বিভিন্ন সময় দরূদে পাকের প্রতি উৎসাহ দেওয়া হয় এবং দরূদ শরীফ পড়ার উৎসাহ তো "৭২ নেক আমল" এর মধ্যেও অন্তর্ভুক্ত সুতরাং "৭২ নেক