Book Name:Sara Quran Huzoor Ki Nemat Hai
(২) মুসলমানের উপর ফরয হলো, নবী করীম صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ এর সমস্ত প্রশংসনীয় গুণাবলী কোনো তর্ক ছাড়া মেনে নেওয়া।
(৩) রব্বে করীম আমাদের প্রিয় নবী রাসূলে আরবী صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ কে কিয়ামত পর্যন্ত প্রতিটি জিনিসের ইলম দান করেছেন, কারণ হুযুর পুরনূর صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ ইরশাদ করেছেন: যা চাও, জিজ্ঞাসা করো! আর এই (কথা) তিনিই বলতে পারেন, যার ইলম পরিপূর্ণ।।
(৪) কিয়ামত পর্যন্ত কারা ঈমান আনবে, কারা ঈমান আনবে না এবং কারা মুনাফিক, সকলেই হুযুর صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ এর ইলমের মধ্যে রয়েছে। (শানে হাবীবুর রহমান, পৃষ্ঠা ৫৪- ৫৫)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হুযুর পুরনূর صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ এর হুকুম মানা ফরয
আসুন! আরেকটি ঘটনা, আয়াতে কারীমা, শানে নুযূল এবং তাফসীর শুনি,
মদীনার লোকেরা পাহাড় থেকে আসা পানি দিয়ে তাদের বাগানগুলোতে সেচ দিত, সেখানে একজন আনসারীর সাথে হযরত যুবাইর رَضِیَ
اللهُ عَنْہُ এর ঝগড়া হলো যে, কে আগে নিজের ক্ষেতে পানি দেবে, এই বিষয়টি প্রিয় নবীর দরবারে পেশ করা হলো, নবী করীম, রউফুর রহিম صَلَّی
اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ ইরশাদ করলেন: হে যুবাইর! তুমি তোমার বাগানে পানি দিয়ে তোমার প্রতিবেশীর দিকে পানি ছেড়ে দাও, হযরত যুবাইর
رَضِیَ اللهُ عَنْہُ কে আগে পানি দেওয়ার অনুমতি এজন্য দেওয়া হয়েছিল যে, তাঁর ক্ষেত আগে ছিল, তা সত্ত্বেও নবী করীম صَلَّی
اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ আনসারীর সাথেও