Sara Quran Huzoor Ki Nemat Hai

Book Name:Sara Quran Huzoor Ki Nemat Hai

ইহসান (সদয় আচরণ) করার কথা বললেন কিন্তু সামগ্রিক সিদ্ধান্ত আনসারীর কাছে অপছন্দনীয় মনে হলো এবং তার মুখ থেকে এই কথা বের হলো যে, যুবাইর আপনার ফুফাতো ভাই, যদিও সিদ্ধান্তে হযরত যুবাইর رَضِیَ اللهُ عَنْہُ কে আনসারীর সাথে ইহসানের নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু আনসারী তার কদর করল না, তখন হুযুর পাক صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ হযরত যুবাইর رَضِیَ اللهُ عَنْہُ কে হুকুম দিলেন যে, নিজের বাগানকে ভালোভাবে সেচ দিয়ে পানি আটকে রাখো এর উপর এই আয়াত নাযিল হলো

(বুখারী, , /২১৫, হাদীস: ২৭০৮ - তাফসীরে সীরাতুল জিনান, /২৩৯)

 আল্লাহ পাক ইরশাদ করেন:

 

فَلَا وَ رَبِّكَ لَا یُؤْمِنُوْنَ حَتّٰى یُحَكِّمُوْكَ فِیْمَا شَجَرَ بَیْنَهُمْ ثُمَّ لَا یَجِدُوْا فِیْۤ اَنْفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَیْتَ وَ یُسَلِّمُوْا تَسْلِیْمًا(۶۵)

(পারা , সূরা নিসা, আয়াত ৬৫)         কানযুল ঈমানের অনুবাদ: হে মাহবুব! আপনার প্রতিপালকের শপথ, তারা মুসলমান হবেনা যতক্ষণ পরস্পরের ঝগড়ার ক্ষেত্রে আপনাকে বিচারক মানবে না, অতঃপর যা কিছু আপনি নির্দেশ করবেন, তাদের অন্তরসমূহে সে সম্পর্কে কোন দ্বিধা পাবে না এবং সর্বান্তঃকরণে তা মেনে নেবে

 

এই আয়াতে মুবারাকার ব্যাখ্যায় তাফসীরে সীরাতুল জীনানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো লেখা হয়েছে, আসুন তা থেকে কিছু শুনি:

 

    () এই আয়াতে আল্লাহ পাক নিজের রব হওয়ার সম্পর্ক তাঁর হাবীব صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ এর দিকে করেছেন এবং বলেছেন: হে হাবীব! আপনার রবের শপথ: এটা নবী করীম صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ এর মহান শান যে, আল্লাহ পাক নিজের পরিচয় তাঁর হাবীব  صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ এর মাধ্যমে করান