Book Name:Sara Quran Huzoor Ki Nemat Hai
اِنَّاۤ اَعْطَیْنٰكَ الْكَوْثَرَؕ(۱)
(পারা ৩০, সূরা কাউসার, আয়াত ১) কানযুল ঈমানের অনুবাদ: হে মাহবুব! নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি।
হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই আয়াতে কারীমার ব্যাখ্যায় বলেন: (হে মাহবুব! নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি!) এবং অসংখ্য ফযীলত দান করে সমস্ত সৃষ্টির উপর (আপনাকে) শ্রেষ্ঠত্ব দিয়েছি, বাহ্যিক সৌন্দর্যও দিয়েছি, আভ্যন্তরীণ সৌন্দর্যও (দান করেছি), উচ্চ বংশও (দিয়েছি), নবুয়তের সর্বোচ্চ মর্যাদাও, কিতাবও (দান করেছি এবং) হিকমতও, (সবার চেয়ে) বেশি ইলমও দিয়েছি এবং (সবার আগে) শাফায়াত করার অধিকারও, হাউযে কাওসারের (মতো মহান নেয়ামতও দিয়েছি এবং) মাকামে মাহমুদও, উম্মতের আধিক্যও (আপনার অংশ এবং) (দ্বীনের শত্রুদের) উপর বিজয়ও (আপনাকে দান করা হয়েছে), অসংখ্য বিজয়ও (আপনার জন্য) এবং এমন অগণিত নেয়ামত ও ফযীলত (আপনাকে দান করা হয়েছে) যার কোনো সীমা নেই। (খাযায়িনুল ইরফান, পৃষ্ঠা ১১২৩)
!سُبْحَانَ الله আমাদের প্রিয় নবী রাসূলে আরবী صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ কে অনেক কিছু দান করা হয়েছে এবং আরও অনেক কিছু দান করা হবে। আল্লাহ পাক আমাদের প্রিয় নবী صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ কে একটি হাউয (ঝর্ণা) দান করেছেন যার পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, এবং (মৃগনাভি) মুশক এর চেয়ে বেশি সুগন্ধি। যে একবার পান করবে, সে আর