Sara Quran Huzoor Ki Nemat Hai

Book Name:Sara Quran Huzoor Ki Nemat Hai

গুনাহগার মুসলমানদের সৎপথের মুসাফির বানাচ্ছে * দাওয়াতে ইসলামী অজ্ঞতার অন্ধকার দূর করছে, ইলমে দ্বীনের নূর বিতরণ করছে এবং আল্লাহ পাকের অনুগ্রহে সমাজে উদ্ভূত মন্দ কাজের সামনে বাঁধ দিচ্ছে * সমাজের অধঃপতনের এমন কোনো দিক আছে কি, যার সংশোধনের চেষ্টা দাওয়াতে ইসলামী করছে না? জীবনের এমন কোনো (Department) শাখা আছে কি, যেখানে দাওয়াতে ইসলামী নেকীর দাওয়াতের সাড়া জাগাচ্ছে না?

اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামী সবদিকেই আছে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আছে, * ধনী, ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমিক পর্যন্ত, * উকিল (Lawyers) এবং বিচারক থেকে শুরু করে অভিযুক্ত পর্যন্ত, * পুলিশ থেকে শুরু করে অপরাধী পর্যন্ত, *  ব্যবসায়ী কোম্পানি থেকে শুরু করে (Retail Market) খুচরা বাজার পর্যন্ত, *  ছোট থেকে বড়, বড় থেকে ছোট পর্যন্ত, আল্লাহ পাকের অনুগ্রহে দাওয়াতে ইসলামী কমবেশি প্রতিটি স্তরে নেকীর দাওয়াত (ব্যাপক) করে আলো বিতরণে ব্যস্ত

আদর্শ সমাজ এবং দাওয়াতে ইসলামী

একটি আদর্শ সমাজের জন্য যে জিনিসগুলোর প্রয়োজন হয়, বা এভাবে বলা যায় যে, একটি প্রকৃত ইসলামী সমাজ যে ভিত্তিগুলোর উপর দাঁড়িয়ে থাকে, সেই ভিত্তিগুলোর বিবেচনায় যদি চিন্তা করা হয়, তবে সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হলো আল্লাহর ভয় এবং রাসূলের মুহাব্বাত اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামী এমন একটি দ্বীনি সংগঠন যা আজকের যুগেও কবরের কথা স্মরণ করিয়ে দেয়, আজকের এই উন্নত যুগেও দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে এমন অনেক ব্যক্তি পাওয়া