Sara Quran Huzoor Ki Nemat Hai

Book Name:Sara Quran Huzoor Ki Nemat Hai

"مُزَّمِّل" (মুযযাম্মিল) বলা হয়েছে * সূরা মুদ্দাসসির, নং আয়াতে "مُدَّثِّر" (মুদ্দাসসির) বলা হয়েছে * সূরা আলে ইমরান, ১৬৪ নং আয়াতে আল্লাহ পাক হুযুর পুরনূর صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ কে মু'মিনদের উপর তাঁর "احسان" (অনুগ্রহ) হিসাবে ঘোষণা দিয়েছেন * সূরা আম্বিয়া, ১০৭ নং আয়াতে নবী করীম صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ কে সমস্ত জগতের জন্য "رحمت" রহমত হিসাবে ঘোষণা করেছেন * সূরা কলম, নং আয়াতে তাঁকে "صاحبِ خُلْقِ عظیم" (মহান চরিত্রের অধিকারী) বলা হয়েছে * সূরা বনী ইসরাঈল, নং আয়াতে "صاحبِ معراج" (মে'রাজের অধিকারী) বলা হয়েছে * সূরা বাকারা, ১২৯ নং আয়াতে دُعائےابراهیمی (ইবরাহীমের দোয়া) হিসাবে সাবস্ত্য করা হয়েছে * সূরা সাফা, নং আয়াতে بشارتِ عیسیٰ (ঈসার সুসংবাদ) বলা হয়েছে * সূরা কাওসার, নং আয়াতে صاحبِ کوثر (কাওসারের অধিকারী) এবং * সূরা বনী ইসরাঈল, ৭৯ নং আয়াতে صاحبِ مقامِ محمود (প্রশংসিত স্থানের অধিকারী) হিসাবে ঘোষণা করা হয়েছে

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

কুরআন ও মুস্তফার প্রশংসা

আপনারা শুনলেন তো! কুরআন করীমে স্বয়ং রব্বে করীম তাঁর হাবীবের প্রশংসা করছেন, যার প্রশংসা স্বয়ং তাঁর রব করেন, কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয় যে, সে আল্লাহ পাকের হাবীব صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ এর প্রশংসার حق (হক) আদায় করতে পারবে