Book Name:Sara Quran Huzoor Ki Nemat Hai
অধিক নেয়ামত দিয়ে নিজের বিশেষ অনুগ্রহে ভূষিত করেছেন এবং কুরআন করীমে রব্বে করীম বিভিন্ন স্থানে বিভিন্ন উপাধির সাথে তাঁর হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمএর প্রশংসা করেছেন। যেমন:
* সূরা ফাত্হ, ২৯ নং আয়াতে নবী করীম صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ কে مُحَمَّدٌ رَّسُول اللهِ (মুহাম্মাদুর রাসূলুল্লাহ) বলা হয়েছে। * সূরা আলে ইমরান, ৩৩ নং আয়াতে নবী করীম صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ কে"مصطفے" (মুস্তফা) বলে ঘোষণা দেওয়া হয়েছে। * সূরা আলে ইমরান, ১৭৯ নং আয়াতে مجتبیٰ (মুজতাবা) বলা হয়েছে। * সূরা জিন, ২৭ নং আয়াতে তাঁকে "مرتضی" (মুরতাজা) এর উপাধিতে স্মরণ করা হয়েছে। * সূরা বনী ইসরাঈল, ১ নং আয়াতে "عبدِ کامل" (আবদে কামিল) * সূরা মায়িদা, ১৫ নং আয়াতে তাঁকে "نور" (নূর) বলা হয়েছে। * সূরা নিসা, ১৭৪ নং আয়াতে "بُرهان" (বুরহান - সুস্পষ্ট প্রমাণ)। * সূরা আহযাব, ৪০ নং আয়াতে প্রিয় নবী صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ কে "خَاتَمُ النَّبِیِّیْن" - (নবীদের মধ্যে শেষ নবী) বলা হয়েছে। * সূরা আহযাব, ৪৫ নং আয়াতে এ "شاهد" (সাক্ষীদাতা, উপস্থিত ও প্রত্যক্ষদর্শী), "سراجِ منیر" (উজ্জ্বল প্রদীপ) এবং "داعی اِلَی الله" (আল্লাহর দিকে আহ্বানকারী) বলা হয়েছে। * সূরা ইয়াসীন, ১ নং আয়াতে নবী করীম صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ কে "یس" (ইয়াসীন) বলা হয়েছে। * সূরা ত্বহা, ১ নং আয়াতে "طٰهٰ" (ত্বহা) বলা হয়েছে। * সূরা বাকারা, ১১৯ নং আয়াতে এ "بشیر" (সুসংবাদদাতা) এবং "نذیر" (সতর্ককারী) বলা হয়েছে। * সূরা মুযযাম্মিল, ১ নং আয়াতে নবী করীম صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ কে