Sara Quran Huzoor Ki Nemat Hai

Book Name:Sara Quran Huzoor Ki Nemat Hai

কবীর, সূরা বাকারা,: ১০৪ নং আয়াতের পাদটীকা, /১৩৪; তাফসীরে আযিযী /৬৬৯)

সুতরাং, পারা , সূরা বাকারার ১০৪ নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:

 

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَقُوْلُوْا رَاعِنَا وَ قُوْلُوا انْظُرْنَا وَ اسْمَعُوْاؕ

(পারা , বাকারা, আয়াত ১০৪)              কানযুল ঈমানের অনুবাদ: হে ঈমানদারগণ! ‘রাইনাবলো না এবং এভাবে আরয করো, হুযুর আমাদের প্রতি কৃপাদৃষ্টি রাখুন এবং প্রথম থেকেই মনোযোগ সহকারে শুনো

 

() আম্বিয়ায়ে কেরাম عَلَیْہِمُ السَّلَام এর প্রতি সম্মান শ্রদ্ধা এবং তাঁদের দরবারে আদব বজায় রাখা ফরয, যে শব্দে সামান্যতম বেয়াদবির আশঙ্কা থাকে, তা মুখে আনা নিষিদ্ধ

 

    () যে সমস্ত শব্দের দুটি অর্থ হয়, একটি ভালো এবং একটি মন্দ, আর শব্দটি বলার সময় মন্দ অর্থটির দিকেও মন যায়, সেই শব্দগুলোও আল্লাহ পাক এবং হুযুর পুরনূর صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ এর জন্য ব্যবহার করা যাবে না

 

    () হুযু পুরনূরصَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ   দরবারের আদব স্বয়ং রব্বে করীম শেখান এবং সম্মান সম্পর্কিত বিধানাবলী তিনি নিজেই জারি করেন

 

    () এই আয়াতে এদিকে ইঙ্গিত করা হয়েছে যে, আম্বিয়ায়ে কেরাম عَلَیْہِمُ السَّلَام শানে বেয়াদবি করা কুফর

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد