Data Hazoor Aur Adab Ki Taleem

Book Name:Data Hazoor Aur Adab Ki Taleem

সম্পর্ক রেখে লাহোরকে মারকাজুল আউলিয়া এবং দাতা নগরও বলা হয় (বিস্তারিত জানতে দেখুন: মাকতাবাতুল মদিনার পুস্তিকা "ফয়যানে দাতা আলী হাজবেরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ")

 

কাশফুল মাহজুব এর পরিচিতি

প্রিয় ইসলামী বোনেরা! হযরত দাতা গঞ্জেবখশ আলী হাজবেরী
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একজন অত্যন্ত দক্ষ আলেম ছিলেন তিনি অনেক কিতাব লিখেছেন, কিন্তু আফসোস! এখন তাঁর কিতাবগুলো পাওয়া যায় না তাঁর একটি অসাধারণ কিতাব 'কাশফুল মাহজুব' এখনও পাওয়া যায়'কাশফুল মাহজুব' মূলত ফার্সি ভাষায় লেখা, এর উর্দু অনুবাদও বাজারে পাওয়া যায়ó 'কাশফুল মাহজুব' এমন একটি অসাধারণ কিতাব, যা বড় বড় সুফিয়ায়ে কেরাম নিয়মিত পড়তেন এবং তাঁদের শাগরেদদেরও পড়াতেন ó 'কাশফ' এর অর্থ হলো: খোলা এবং 'মাহজুব' এর অর্থ হলো: পর্দার আড়ালে থাকা জিনিস গুনাহের কারণে অন্তরে যে ময়লা জমে, সুফিয়ায়ে কেরাম তাকে 'হিজাব' বলেন এভাবে 'কাশফুল মাহজুব' এর অর্থ দাঁড়াবে: অন্তরের পর্দা খোলার কিতাবó খাজা নিজামুদ্দিন আউলিয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলতেন: "যার কোনো পীরে কামিল নেই, সে যেন 'কাশফুল মাহজুব' পড়ে নেয়, পীরে কামিল পেয়ে যাবে" (ফয়যানে দাতা আলী হাজবেরী, পৃষ্ঠা: ৫৮)

 

কাশফুল মাহজুবের একটি অধ্যায়ের সারসংক্ষেপ

প্রিয় ইসলামী বোনেরা! 'কাশফুল মাহজুব' শরীফের একটি অধ্যায় হলো: কাশফে হিজাব: আদবের বয়ান এই অধ্যায়ে হযরত দাতা গঞ্জেবখশ আলী হাজবেরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মূলতঃ ৩টি বিষয় উল্লেখ করেছেন: