Book Name:Data Hazoor Aur Adab Ki Taleem
দিন! দাতা হুযুর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ-এর কিতাব হলো: ‘কাশফুল মাহজুব’। তিনি এই কিতাবটি তাসাওউফের সূক্ষ্ম বিষয়গুলো বর্ণনা করার জন্য, অন্তর থেকে উদাসীনতার পর্দা সরানোর জন্য, অন্তরকে নূরানী বানানোর জন্য এবং আল্লাহ পাকের মারিফাত অর্জন করার পদ্ধতি জানানোর জন্য লিখেছেন এবং সেই কিতাবেই তিনি এই জীবনের আদবগুলো বর্ণনা করেছেন। এর থেকে বোঝা যায় যে, এই আদবগুলো কত গুরুত্বপূর্ণ! এগুলোর উপর আমল করার বরকতে অন্তর পবিত্র হয়, বাতিন উজ্জ্বল হয়, অন্তরে ঈমানের নূর প্রবেশ করে এবং আলো ছড়ায়।আমাদের উচিত এই আদবগুলোর গুরুত্ব বোঝা, আল্লাহ পাকের পবিত্র দরবারের আদব রক্ষা করা, নিজের সত্তার আদবেরও খেয়াল রাখা, মুসলমানদের আদব করা, বন্ধুদের আদব করা, খাওয়া-দাওয়া, চলাফেরা ইত্যাদির আদবেরও খেয়াল রাখা।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
ডান হাতে লেনদেনের সুন্নাত ও আদব
প্রিয় ইসলামী বোনেরা! আসুন! ডান হাতে লেনদেন সম্পর্কে কিছু মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি। প্রথমে প্রিয় নবী صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ এর একটি বাণী লক্ষ্য করুন: ইরশাদ হচ্ছে: তোমাদের প্রত্যেকে ডান হাতে খাবে এবং ডান হাতে পান করবে, ডান হাতে নেবে এবং ডান হাতে দেবে, কারণ শয়তান বাম হাতে খায় এবং বাম হাতে পান করে, বাম হাতে দেয় এবং বাম হাতে নেয়। (ইবনে মাজাহ, খণ্ড ২, পৃষ্ঠা ১২, হাদীস ৩২৬৬) ★ ডান দিকে নেক ফাল রয়েছে, কারণ এটি জান্নাতীদের দিক। (ফয়যুল ক্বদির, ৫/২৬৩, ৬৯৯৫নং হাদীসের পাদটীকা) ★ ডান হাতে খাওয়া-দাওয়া করা সুন্নাত। (আদাবে বা’আম, পৃষ্ঠা ১৩০)