Data Hazoor Aur Adab Ki Taleem

Book Name:Data Hazoor Aur Adab Ki Taleem

নেকি লেখার ফেরেশতা ডান দিকে থাকে, কারণে এই দিকটি উত্তম (মিরআতুল মানাজীহ, ১৪/২৮৭) মাওলানা মুহাম্মদ সরদার আহমদ কাদেরী চিশতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: নেওয়া এবং দেওয়ার ক্ষেত্রে ডান হাত ব্যবহার করো, এই অভ্যাস এমন দৃঢ় হয়ে যাক যে, কাল কিয়ামতের দিন যখন আমালনামা প্রদান করা হবে, তখন এই অভ্যাসের কারণে ডান হাতই এগিয়ে যাবে, তাহলে তো কাজ হয়ে যাবে (হায়াতে মুহাদ্দিসে 'যম, পৃষ্ঠা ৩৭৪)
ইসলামে ডান অংশকে মুবারক মনে করা হয়, কারণ কিয়ামতে নেককারদের আমলনামাও এই হাতেই থাকবে (মিরআতুল মানাজিহ, /২৮৭) হযরত আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا বলেন: রাসূলুল্লাহ صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ  তাঁর সমস্ত কাজে ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন (বুখারী, /৮১, হাদীস: ১৬৮) ডান হাতে খাবেন, বাম হাতে খাওয়া, পান করা, নেওয়া, দেওয়া শয়তানের পদ্ধতি (খাবারের ইসলামী পদ্ধতি, পৃষ্ঠা ) কাউকে পানি পান করানোর সময় জগ ডান হাতে থাকবে, যখন গ্লাস বাম হাতে থাকবে এবং বাম হাতে গ্লাস অন্যদের দেবেন কারো কাছ থেকে জগ এবং গ্লাস দুটোই নিতে হলে আমরা দুটো হাত দিয়ে একসাথে নিয়ে নিই, এটা ভুল পদ্ধতি প্রথমে ডান হাত দিয়ে জগ নিন এবং তারপর জগকে বাম হাতে ধরুন যাতে ডান হাত খালি হয়ে যায় এবার ডান হাত দিয়ে গ্লাস নিন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

    বিভিন্ন ধরণের হাজারো সুন্নাত শিখতে মাকতাবাতুল মদীনা কর্তৃক প্রকাশিত দুটি কিতাব বাহারে শরীয়ত ১৬তম খন্ড (৩১২ পৃষ্ঠা) এছাড়া ১২০ পৃষ্ঠা সম্বলিত কিতাব সুন্নাত আদব, আমীরে আহলে সুন্নাত