Data Hazoor Aur Adab Ki Taleem

Book Name:Data Hazoor Aur Adab Ki Taleem

কিছু বন্দেগীর আদব

বান্দেগীর আদব অনেক ইমাম শা'রানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ 'আদাবুল উবুদিয়্যাত' নামে একটি পূর্ণাঙ্গ কিতাব লিখেছেন, যেখানে অনেক বন্দেগীর আদব বর্ণনা করা হয়েছে যেমন: বান্দেগীর (অর্থাৎ বান্দা হওয়ার) একটি আদব হলো, বান্দা সবসময় নিজের মনোযোগ আল্লাহ পাকের দিকে রাখবে নেয়ামত পেলে (যেমন; ধন-দৌলত, সন্তান-সন্ততি, সুখ-শান্তি, যেকোনো নেয়ামত) সেই নেয়ামতের হয়ে যাবে না, নেয়ামতের কারণে উদাসীনতায় পড়বে না, বরং সর্বাবস্থায় আল্লাহ পাকের হক আদায় করতে থাকবে সবসময় আল্লাহ পাকেরই আকাঙ্ক্ষায় থাকবে, কারণ সব নেয়ামতের ভাণ্ডার সেই জগতের প্রতিপালকের কুদরতের হাতেই রয়েছে বান্দা সবসময় আল্লাহ পাকের ইচ্ছায় সন্তুষ্ট থাকবে, ó তাঁর প্রতিটি সিদ্ধান্তকে মন-প্রাণ দিয়ে গ্রহণ করবে ó যা তিনি দেন, তাতেই খুশি থাকবে ó দুঃখ পেলে অভিযোগ করবে না ó সুখ পেলে অবাধ্য হবে না ó শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির আকাঙ্ক্ষায় থাকবে ó দুনিয়ার কোনো জিনিসকে নিজের মালিকানা মনে করবে না ó এই দৃঢ় বিশ্বাস রাখবে যে, সবকিছু আল্লাহ পাকের, তিনিই প্রকৃত মালিক আমার কাছে যা কিছু আছে, তা আল্লাহ পাকেরই, তিনি তাঁর অনুগ্রহে আমাকে দান করেছেন ó নিজের ইবাদত নেক আমলকে সবসময় নগন্য মনে করবে ó আত্ম-অহংকারের শিকার কখনোই হবে না

 

হযরত দাতা গঞ্জেবখশ আলী হাজবেরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: বান্দা হওয়ার আদবের মধ্যে এটিও আছে যে, সে প্রকাশ্যে গোপনে (অর্থাৎ