Book Name:Data Hazoor Aur Adab Ki Taleem
থেকে পর্দা সরে গেল এবং তারা কেবল পীর সাহেবের কাছে ক্ষমা চাইল না, বরং আরয করল: সত্যিই এই তরুণ এই সম্মানের অধিকারী। (ইহইয়াউ উলূমিদ্দীন, ৫/১২৮ )
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
(২) নিজের সাথেও আদব বজায় রাখুন!
প্রিয় ইসলামী বোনেরা! আদবের দ্বিতীয় প্রকার হলো: اَدَب النَّفْس অর্থাৎ নিজের সাথে আদব করা।
এটা কেমন অদ্ভুত কথা! আজ পর্যন্ত আমরা এটাই শুনে এসেছি যে, আমাদের অন্যদের সাথে আদব করতে হবে, কিন্তু দাতা হুযুর
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলছেন: অন্যদের সাথে তো আদব করতেই হবে, এর পাশাপাশি নিজের সাথেও আদব করতে হবে। কেনইবা করতে হবে না, কারণ আমাদের এই শরীর, আমাদের এই প্রাণ, আমাদের সবকিছু আসলে আমাদের নয়, বরং আল্লাহ পাকের। আল্লাহ পাক ইরশাদ করেন:
اِنَّ اللّٰهَ اشْتَرٰى مِنَ الْمُؤْمِنِیْنَ اَنْفُسَهُمْ وَ اَمْوَالَهُمْ
(পারা ১১, সূরা তাওবা, আয়াত ১১১) কানযুল ঈমানের অনুবাদ: নিশ্চয় আল্লাহ্ মুসলমানদের নিকট থেকে তাদের সম্পদ ও জীবন খরিদ করে নিয়েছেন।
প্রসিদ্ধ মুফাসসিরে কুরআন, হাকীমুল উম্মত মুফতী আহমদ ইয়ার খান নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই আয়াতের আলোকে বলেন: মু'মিনের উচিত মনে করা যে, আমি এবং আমার সম্পদ আল্লাহ পাকের কাছে বিক্রি হয়ে গেছে, আমার কোনো জিনিসই আমার নয়।নিজের প্রতিটি অঙ্গ, প্রতিটি মুহূর্ত এবং