Data Hazoor Aur Adab Ki Taleem

Book Name:Data Hazoor Aur Adab Ki Taleem

পরিবারকে সেই আগুন থেকে বাঁচাতে পারো? এর উপায় হলো, তোমরা নিজেরাও দ্বীনের জ্ঞান অর্জন করো এবং তোমাদের পরিবারকেও দ্বীন শেখাও! নিজেরাও আদব শেখো এবং তোমাদের পরিবারকেও আদব শেখাও...!! (তাফসীর কুশাইরী, পারা: ২৮, সূরা তাহরীম, নং আয়াতের পাদটিকা, / ৩৩৪)

 

মুসলমানদের প্রিয় আম্মাজান, হযরত আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা رَضِیَ اللهُ عَنْہَا থেকে বর্ণিত, আল্লাহ পাকের শেষ নবী, মক্কী মাদানী, রাসূলে হাশমী صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ  ইরশাদ করেন: সন্তানের উপর তার বাবার হক হলো যে, সে তার একটি সুন্দর নাম রাখবে এবং তাকে উত্তম আদব শেখাবে (শু'আবুল ঈমান, বাবু ফী হুকুকিল আওলাদ, খণ্ড , পৃষ্ঠা: ৪০২, হাদীস: ৮৬৬৭)

 

আদব হলো প্রথম শর্ত

প্রিয় ইসলামী বোনেরা! আদব হলো বন্দেগীর মূল হযরত মূসা
عَلَیْہِ السَّلَام যখন তূর পর্বতে উপস্থিত হলেন, তখন আল্লাহ পাক তাঁর সাথে প্রথম যে কথাটি ইরশাদ করেন:

 

اِنِّیْۤ اَنَا رَبُّكَ فَاخْلَعْ نَعْلَیْكَۚ-اِنَّكَ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًىؕ(۱۲)

(পারা ১৬, সূরা ত্বহা, আয়াত ১২)        কানযুল ঈমানের অনুবাদ: নিশ্চয় আমি তোমার রব সুতরাং তুমি আপন জুতা খুলে ফেলো; নিশ্চয় তুমি পবিত্র উপত্যকা তুওয়াএর মধ্যে এসেছো

 

মুফাসসিরীনে কেরাম বলেন: আল্লাহ পাক হযরত মূসা عَلَیْہِ السَّلَام কে নালাঈন শরীফ (অর্থাৎ জুতো মোবারক) খোলার আদেশ দিয়েছিলেন, এর একটি কারণ ছিল যে, বাদশাহদের দরবারে জুতো খুলে উপস্থিত হওয়া আদব এবং আল্লাহ পাক তো আহকামুল হাকিমিন হযরত মূসা عَلَیْہِ السَّلَام কায়েনাতের সৃষ্টিকর্তার সামনে উপস্থিত হয়েছেন এবং উপত্যকাটিও