Data Hazoor Aur Adab Ki Taleem

Book Name:Data Hazoor Aur Adab Ki Taleem

দাতা গঞ্জেবখশ আলী হাজবেরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সংক্ষিপ্ত পরিচিতি

ó দাতা হুযুর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ প্রায় ৪০০ হিজরীতে দুনিয়ায় আগমন করেন ó তাঁর নাম আলী এবং সম্মানিত পিতার নাম: উসমান ó দাতা হুযুর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আফগানিস্তানের গজনি এলাকার বাসিন্দা ছিলেন গজনির একটি মহল্লা হলো: হাজবেরদাতা হুযুর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই মহল্লায় থাকতেন, সেই সূত্রেই হাজবেরী বলা হয় ó তিনি نَجِيبُ الطَّرَفَيْنِ অর্থাৎ হাসানি হুসাইনী সৈয়দ ó শুরু থেকেই তিনি অনেক বেশি নেককার, পরহেযগার, ইবাদতকারী এবং দ্বীনি ইলমের প্রতি গভীর আগ্রহী ছিলেন ó দাতা হুযুর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ দ্বীনি ইলম শেখার জন্য ইরাক, সিরিয়া, লেবানন, আজারবাইজান, খুরাসান এবং তুর্কিস্তানসহ বিভিন্ন দেশে সফর করেছেন, সেই সময়ের বড় বড় আলেম সুফিদের থেকে দ্বীনি ইলম শিখেছেন
ó প্রায় ৩৪ বছর বয়সে তিনি তাঁর পীর সাহেব শেখ আবুল হাসান খুত্তালি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর নির্দেশে লাহোর গমন করেন ó এখানে তিনি নেকীর দাওয়াত প্রসার করেন, দ্বীন ইসলামের বার্তা ছড়িয়েছেন, মানুষকে কুরআন সুন্নাতের শিক্ষা দিয়েছেন, নিজের আচরণ চরিত্র দিয়ে, কখনো বয়ান করে, কখনো কারামত দেখিয়ে অসংখ্য অমুসলিমকে মুসলমান করেছেন যারা আগে থেকেই মুসলমান ছিল, তাদের সুন্নাতের অনুসারী বানিয়েছেন অনেক আলেম তৈরি করেছেন, অনেক মানুষকে নিজের সাহচর্যে রেখে বেলায়তের উচ্চ মর্যাদায় পৌঁছিয়েছেন ó প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে তিনি উপমহাদেশে একটি পরিবর্তন সাধিত ঘটিয়েছেন ó একটি নির্ভরযোগ্য মত অনুযায়ী, তিনি ৪৬৫ হিজরীতে এই দুনিয়া থেকে পর্দা করেন ó তাঁর মাজার মুবারক লাহোরে অবস্থিত ó তাঁরই সাথে