Book Name:Data Hazoor Aur Adab Ki Taleem
লোকের সাথে দেখা হয়, যারা জ্ঞান, সদাচারণ এবং জীবনের আদব থেকে অনেক দূরে থাকে। বিশেষ করে নেকীর দাওয়াত দেওয়া মুবাল্লিগাদের এমনদের সাথে অনেক বেশি দেখা হয়। হযরত দাতা গঞ্জেবখশ আলী হাজবেরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর পবিত্র জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত এমন লোকদের কথা, তাদের কার্যকলাপ এবং খারাপ আচরণের উপর ধৈর্যধারণ করা, তাদের খারাপের উত্তর ভালোর মাধ্যমে দেওয়া।এই ধৈর্যও একটি নেকী এবং অনেক সময় এই ধৈর্যের বরকতে বড় বড় সমস্যা সমাধান হয়ে যায়। আল্লাহ পাক তাঁর প্রিয় হাবীব صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ কে ইরশাদ করেন:
خُذِ الْعَفْوَ وَ اْمُرْ بِالْعُرْفِ وَ اَعْرِضْ عَنِ الْجٰهِلِیْنَ(۱۹۹)
(পারা ৯, সূরা আরাফ, আয়াত ১৯৯) কানযুল ঈমানের অনুবাদ: হে মাহবুব! ক্ষমাপরায়ণতা অবলম্বন করুন, সৎকর্মের নির্দেশ দিন এবং মূর্খদের দিক থেকে মুক ফিরিয়ে নিন।
তাফসীরে সিরাতুল জিনানে আছে: এই আয়াতে নবী করীম, রউফুর রহিম صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ কে ৩টি বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে: (১): যে অপরাধী ক্ষমা চেয়ে আপনার কাছে আসে, তার প্রতি স্নেহ ও অনুগ্রহ করে তাকে ক্ষমা করে দিন (২): ভালো ও উপকারী কাজ করার জন্য লোকদেরকে নির্দেশ দিন (৩): অজ্ঞ ও নির্বোধ লোকেরা আপনাকে মন্দ কথা বললে তাদের সাথে ঝগড়া করবেন না, বরং জ্ঞানের প্রকাশ ঘটান। (তাফসীরে সিরাতুল জিনান, পারা ৯, সূরা আ'রাফ, ১৯৯ নং আয়াতের পাদটিকা, ৩/৫০৩)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد