Book Name:Data Hazoor Aur Adab Ki Taleem
প্রতিটি সম্পদকে আল্লাহ পাকের ইচ্ছানুযায়ী শুধু (অর্থাৎ ব্যবহার) করবে, নতুবা খেয়ানতকারী হবে। (তাফসীরে নঈমী, খণ্ড: ১১, পৃষ্ঠা: ৭৮)
اَللهُ اَكْبَرُ প্রিয় ইসলামী বোনেরা! জানা গেল যে, আমাদের প্রাণ আসলে আমাদের নয়, আল্লাহ পাকের দেওয়া আমানত। তাই আমাদের উপর আবশ্যক যে, আমাদের এই আমানতে খেয়ানত না করা, বরং এই আমানতের আদব রক্ষা করা।
ó নিজেকে অপমানের মুখে ফেলা ó নিজের গুরুত্ব না দেয়া
ó এমন কাজ করা যাতে লোকেরা ঠাট্টা করে ó এমন পোশাক পরা যা দেখে লোকেরা হাসে ó শরীরে উল্টো-পাল্টা ট্যাটু (Tattoo) করানো ó নিজের চেহারা বিকৃত করা -এগুলো সবই নিজের প্রতি বেয়াদবির উদাহরণ। হযরত দাতা গঞ্জেবখশ আলী হাজবেরী رَحْمَۃُ
اللهِ عَلَیْہِ বলেন: নিজের আদবের মধ্যে একটি হলো, মানুষ সবসময় সত্য কথা বলবে (কারণ মিথ্যা বলা খারাপ, তাই মিথ্যা বলে নিজের জিহ্বাকে নোংড়া করা নিজের প্রতি বেয়াদবি)। তিনি আরও বলেন: মানুষের উচিত কম খাওয়া, যাতে শৌচাগারে বেশি যেতে না হয়।একইভাবে পর্দার স্থানগুলো দেখবে না, কারণ এতে নির্লজ্জতা রয়েছে। (কাশফুল মাহজুব, পৃষ্ঠা: ৪৯৫)
প্রিয় ইসলামী বোনেরা! এটা আমাদের পবিত্র দ্বীন ইসলামের মহত্ত্ব যে, এতে আমাদের নিজেদের সত্তার আদবও শেখানো হয়েছে। আমাদের উচিত এই আদবগুলো গ্রহণ করা, অন্যদেরও আদব করা এবং পাশাপাশি নিজের সত্তারও আদব করা। আধুনিক মনোবিজ্ঞানীরা বলেন: যে নিজের