Data Hazoor Aur Adab Ki Taleem

Book Name:Data Hazoor Aur Adab Ki Taleem

 

! اَلله! اَلله প্রিয় ইসলামী বোনেরা! চিন্তা করুন! আদব কত মহান বিষয়! জানা গেল যে, যার কাছে আদব আছে, সে অত্যন্ত ভাগ্যবান, কারণ ইলমের সঠিক বোধ সেই পায়, যার মাঝে আদব রয়েছে, আমল তারই সঠিক হয়, যার মাঝে আদব রয়েছে, হিকমতও সেই পায়, যার মাঝে আদব রয়েছে এবং আল্লাহ পাকের নৈকট্যও সেই লাভ করে, যার আদবের দৌলত নসিব হয়আর যে দূর্ভাগার কাছে আদব নেই, সে বড় বঞ্চিত সে হাজারো বই পড়েও সঠিক ইলমের বোধ থেকে বঞ্চিত থাকে, সারা জীবন ইবাদতে কাটিয়েও আমলের সঠিকতা থেকে বঞ্চিত থাকে, না সে হিকমত পায়, আর না তার জন্য আল্লাহর নৈকট্যের দরজা খোলে

 

আল্লাহ পাক আমাদের আদবের দৌলত নসিব করো

اٰمِیْن بِجَاہِ النَّبِیِّ الْاَمِیْن صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلہٖ وَسَلَّم  

 

(১): বন্দেগীর আদব

দাতা হুযুর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আদবের ৩টি প্রকার রয়েছে: প্রথম প্রকার হলো: الْأَدَبُ مَعَ الله অর্থাৎ আল্লাহ পাকের আদব এটি সবচেয়ে প্রথম এবং জরুরি আদব, কারণ আমরা এই দুনিয়ায় যা- হই না কেন, সবার আগে আমরা আল্লাহা পাকের বান্দা বান্দীসকল পদবী পরবর্তিতে আসে, যে ডাক্তার, সে পরে ডাক্তার, প্রথমে সে আল্লাহ পাকের বান্দা যে আলেম, সে পরে আলেম, প্রথমে আল্লাহ পাকের বান্দা যে ইঞ্জিনিয়ার, সে পরে ইঞ্জিনিয়ার, প্রথমে আল্লাহ পাকের বান্দা মোটকথা আমরা যেই হই, যা- হই, সবার আগে আমরা আল্লাহ পাকের বান্দা বান্দী, তারপর অন্য কিছু সুতরাং সবার আগে আমাদের বান্দেগীর আদবের প্রতি খেয়াল রাখা উচিত