Book Name:Data Hazoor Aur Adab Ki Taleem
সহকারে বয়ান শুনবো ó বয়ান শুনে এর উপর আমল করার চেষ্টা করবো ó বয়ানের যতটুকু অংশ মনে থাকবে, তা অপরের নিকট পৌঁছে দিয়ে ইলমে দ্বীন প্রসারের সাওয়াব অর্জন করবো। اِنْ شَآءَ الله
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
অজ্ঞদের অজ্ঞতার উপর ধৈর্যধারণের পুরস্কার
শায়খুল মাশায়িখ, হযরত দাতা গঞ্জেবখশ আলী হাজবেরী
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর ‘কাশফুল মাহজুব’ শরীফে নিজের জীবনের একটি অনন্য এবং শিক্ষণীয় ঘটনা লিখেছেন। তিনি বলেন: একবার আমার একটি সমস্যা দেখা দিয়েছিল, এর আগেও আমার উপর একই রকম সমস্যা এসেছিল, সেই সময় আমি হযরত বায়েজিদ বোস্তামী رَحْمَۃُ
اللهِ عَلَیْہِ এর মাজার শরীফে উপস্থিত হয়েছিলাম, যার বরকতে আমার সমস্যা সমাধান হয়ে গিয়েছিল। এবার যখন সমস্যা দেখা দিল, তখন আমি আবার হযরত বায়েজিদ বোস্তামী رَحْمَۃُ
اللهِ عَلَیْہِ এর নূরানী মাজারে হাজির হলাম, ৩ মাস পর্যন্ত মাজার শরীফে উপস্থিত থাকলাম, প্রতিদিন ৩ বার গোসল এবং ৩০ বার ওযু করতাম (অর্থাৎ পবিত্রতা ও আদবের সম্পূর্ণ খেয়াল রাখতাম) কিন্তু আমার সমস্যার সমাধান হলো না (কুদরতের এটাই হয়তো মঞ্জুর ছিল যে, এবার ওলীর মাজারে হাজির হয়ে নয়, বরং অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের মাধ্যমে সমস্যার সমাধান হবে)।
তিনি বলেন: যখন দুশ্চিন্তা দূর হলো না, তখন আমি খুরাসান যাওয়ার সিদ্ধান্ত নিলাম। খুরাসান যাওয়ার পথে একটি গ্রামে পৌঁছালাম, সেখানে একটি খানকা দেখতে পেলাম।