Shehr e Mohabbat

Book Name:Shehr e Mohabbat

তারপর বিশেষ সেই স্থান যেখানে কা'বা শরীফ অবস্থিত, তা তুরবতে (কবর) মুবারকের (রাসূলের সমাধিস্থল) অংশ ব্যতীত পুরো মদীনা শহর থেকে উত্তম তুরবতে মুস্তাফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এবং কা'বা শরীফ ব্যতীত মদীনা শহর মক্কা শহরের বাকি যে অংশ রয়েছে, এই দুইয়ের মধ্যে কোনটি উত্তম, ব্যাপারে মুসলমানদের দ্বিতীয় খলীফা হযরত উমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর অভিমত হলো যে, মদীনা উত্তম, বরং হাদীস শরীফে ইরশাদ হয়েছে: الْمَدِينَةُ أَفْضَلُ مِنْ مَكَّةَ মদীনা মক্কা থেকে উত্তম

(ফাতাওয়া রযবীয়া, খণ্ড: ১০, পৃষ্ঠা: ৭১১)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

মদীনা প্রিয় শহর

    প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه মদীনা মুনাওয়ারার ফযীলত অসংখ্য, এরই মধ্যে একটি ফযীলত এটাও যে, মদীনা মুনাওয়ারা হলো ভালোবাসার শহর এই পবিত্র শহরের ১০০-এরও অধিক নাম রয়েছে, তার মধ্যে ৩টি নাম এই: (): مَحْبُوبَه (মাহবুবা) (): مُحَبَّه (মুহাব্বাহ) (): مُحَبَّبَه (মুহাব্বাবাহ) – এই তিনটি নামের অর্থ প্রায় একই রকম মানে হলো, মদীনা হলো প্রিয় শহর, ভালোবাসার শহর, এই মহান শহর হলো ভালোবাসার শহর

    اَلْحَمْدُ لِلّٰه মদীনা পাক সেই পবিত্র শহর, যাকে আল্লাহ্‌ পাকও ভালোবাসেন, তাঁর রাসূলও ভালোবাসেন, বিশেষ করে শেষ নবী, মুহাম্মদে আরাবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তো অগাধ ভালোবাসেন, আল্লাহ্‌ পাকের ফেরেশতারাও মদীনাকে ভালোবাসেন এবং আল্লাহ্‌ পাকের অনুগ্রহে, তাঁর দানে সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان থেকে শুরু করে আজ পর্যন্ত আশেকানে রাসূল মদীনাকে ভালোবাসেন, এর বিরহে ছটফটও করেন, মদীনার উপস্থিতির জন্য অস্তিরও হন এবং প্রতি মুহূর্তে মদীনার যিকির করে রূহকে প্রশান্তিও দেন

 

আল্লাহ্‌ পাকের মদীনার প্রতি ভালোবাসা