Book Name:Shehr e Mohabbat
অর্থাৎ মদীনা পাক সেই চমন, সেই বাগান যেখানে হযরত জিবরাঈল عَلَیْہِ السَّلَام বছরের পর বছর এমনভাবে উপস্থিত হতেন যেমন বুলবুলি পাখি ফুলের কাছে যায় এবং কিচিরমিচির করে।
বর্ণিত আছে যে, হযরত জিবরাঈল عَلَیْہِ السَّلَام ২৩ বছরে ২৪ হাজার বার বারগাহে রিসালাতে উপস্থিত হয়েছেন।
(মাওয়াহিবুল লাদুন্নিয়াহ, দাকায়েকু হাকায়েকে বা'সাতিহী, খণ্ড: ১, পৃষ্ঠা: ১১২, সংক্ষেপিত)
এর মধ্যে ১০ বছর মদীনা মুনাওয়ারার উপস্থিত হয়েছেন। অর্থাৎ যদি গড় বের করা হয়, তাহলে প্রতিদিন কমবেশি ৩ বার হযরত জিবরাঈল عَلَیْہِ السَّلَام এর উপস্থিত হয়েছেন। কাজেই ২৩ বছরে ২৪ হাজার বার উপস্থিত হন ,কিন্তু কিছু সময় হযরত জিবরাঈল عَلَیْہِ السَّلَام ৩ বারের কম উপস্থিত হতেন, কখনো বিরতি নিতেন এবং কখনো ৩ বারের বেশি উপস্থিত হতেন।
سُبْحَانَ الله! হে আশেকানে রাসূল! এই হলো আমাদের মদীনা মুনাওয়ারা...!! যেখানে ফেরেশতারা উপস্থিত হন, যেখানে ফেরেশতাদের সরদার হযরত জিবরাঈল عَلَیْہِ السَّلَام বারবার উপস্থিত হতে থাকেন। তাহলে আমরা আকা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর গোলাম, আমাদের করীম দাতা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ভিখারী, সেখানে হাজিরার জন্য কেন ছটফট করবো না? আমরা মদীনার সাথে কেন ভালোবাসা রাখবো না...? اَلْحَمْدُ لِلّٰه মদীনা আল্লাহ্ পাকেরও প্রিয় শহর, ফেরেশতাদেরও প্রিয় শহর, আমাদের আকা ও মওলা, মাক্কী মাদানী মুস্তাফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এরও প্রিয় শহর, সাহাবায়ে কেরামেরও প্রিয় শহর, আউলিয়ায়ে কেরামেরও প্রিয় শহর, ওলামায়ে কেরামেরও প্রিয় শহর, বরং প্রত্যেক আশেকে রাসূলের অন্তর মদীনার জন্য ধড়ফড় করে, মদীনা ভালোবাসার শহর, প্রত্যেক খাঁটি আশেকে রাসূল, প্রত্যেক খাঁটি মুসলমান একে ভালোবাসে ।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
ওলামায়ে আহলে সুন্নাতের মদীনার প্রতি ভালোবাসা
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه মদীনা প্রিয় শহর, ১৪০০ বছরেরও বেশি সময় হয়ে গেছে, তখন থেকে এখন পর্যন্ত আল্লাহ্ পাকের অনুগ্রহে, প্রত্যেক আশেকে রাসূলের