Shehr e Mohabbat

Book Name:Shehr e Mohabbat

    اَلْحَمْدُ لِلّٰه বর্তমানে এই ফেতনার যুগে আশেকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী অন্তরসমূহে ইশকে রাসূল জাগানো, নেকীর দাওয়াত দেওয়া এবং উম্মতকে নেক নামাযী বানানোর চেষ্টায় কর্মরত আছে আপনিও দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে যুক্ত হয়ে যান, যেলী হালকার ১২টি দ্বীনি কাজেও অধীক আগ্রহের সাথে অংশ নিন, اِنْ شَآءَ اللهُ الْکَرِیْم দ্বীন দুনিয়ার অসংখ্য বরকত নসীব হবে হে আশেকানে রাসূল! যে আশেকে রাসূল এবং আশেকে মদীনা হয়, সে তার প্রিয় রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুন্নাতসমূহের আমলধারী হয় সে কেমন আশেক যে আশেকে রাসূল হওয়ার দাবী করে আর সুন্নাতসমূহের উপর আমল করে না? শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ আমাদেরকে নেক নামাযী এবং সুন্নাতের আমলদার বানানোর জন্য "৭২ নেক আমল" দান করেছেন এই "৭২ নেক আমল" এর মধ্যে একটি নেক আমল নম্বর ৩১ এই যে, "আজ কি আপনি এই সুন্নাতগুলোর উপর কিছু না কিছু আমল করেছেন? (মিসওয়াক, ঘরে আসা-যাওয়া, ঘুমানো-জাগা, কিবলামুখী হয়ে বসা ইত্যাদি)" অনেক লোক সুন্নাতের ব্যাপারে অলসতা করে, অতঃএব এই নেক আমলের উপর আমল করার বরকতে আমরা সুন্নাতের উপর আমলকারী হয়ে যাবো আল্লাহ্‌ পাক আমাদেরকে সুন্নাতের আমলধারী বানিয়ে দিক আমীন -

صَلُّوْا عَلَی الْحَبِیْب                                                                                                                                                  صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

সফর করার সুন্নাত ও আদবসমূহ

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রযভী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর রিসালা "আবু জাহেলের মৃত্যু" পৃষ্ঠা নম্বর ২১ থেকে সফর করার সুন্নাত ও আদব শোনার সৌভাগ্য অর্জন করি। * যখন সফর করার ইচ্ছা হয়, তখন উত্তম হলো সোমবার, বৃহস্পতিবার বা শনিবার করা। (ফাতাওয়া রযভিয়্যাহ, ২৩/৪০০ সংক্ষেপিত) * সরকারে মদীনা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত জুবাইর বিন মুতয়িম رَضِیَ اللهُ عَنْہُ কে সফরে নিজের সমস্ত সঙ্গীর চেয়ে বেশি স্বাচ্ছন্দে থাকার জন্য রওয়ানা হওয়ার পূর্বে এই ওযীফা পড়ার নির্দেশ দিয়েছেন: (১) সূরা