Book Name:Shehr e Mohabbat
পাকের শেষ নবী, মুহাম্মদে আরাবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে অতুলনীয় ভালোবাসা রয়েছে, সেভাবেই আল্লাহ্ পাক তাঁর শহর পাকের সাথেও অগাধ ভালোবাসা রাখেন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
ফেরেশতাদের মদীনার প্রতি ভালোবাসা
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه মদীনা মুনাওয়ারা আল্লাহ্ পাকের প্রিয় শহর, এর সাথে সাথে ফেরেশতারাও মদীনাকে ভালোবাসেন। খুবই প্রসিদ্ধ রেওয়ায়াত, হযরত কা'বুল আহবার رَضِیَ اللهُ عَنْہُ বলেন: যখন ফজর উদিত হয়, তখন ৭০ হাজার ফেরেশতা মদীনা মুনাওয়ারায় উপস্থিত হন, রওজায়ে মুস্তাফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে নিজেদের ডানা দিয়ে ঢেকে নেন (এবং কী করেন? বলেন): يُصَلُّونَ عَلَى النَّبِیِّ নিজেদের আকা ও মওলা, রাসূলে খোদা, আহমদে মুজতাবা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খিদমতে দরূদের হাদিয়া পেশ করতে থাকেন।
হযরত কা'বুল-আহবার رَضِیَ اللهُ عَنْہُ বলেন: সন্ধ্যা পর্যন্ত এই ফেরেশতারা এখানেই উপস্থিত থাকেন, যখন সন্ধ্যা হয় তখন এই ফেরেশতারা চলে যান, তাদের জায়গায় আরও ৭০ হাজার উপস্থিত হন, এবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এই ৭০ হাজার ফেরেশতা রওজায়ে পাককে নিজেদের ডানা দিয়ে ঢেকে রাখেন এবং দরূদের হাদিয়া পেশ করতে থাকেন। এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত এভাবেই চলতে থাকবে। (সুনানে দারেমী, মুকাদ্দিমা, বাব মা আকরামাল্লাহ...ইত্যাদি, পৃষ্ঠা: ৫৯, হাদীস: ৯৫)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
জিবরাঈল عَلَیْہِ السَّلَام এর মাহবুব শহর
ইমামে ইশক ও মুহাব্বাত, আ'লা হযরত শাহ ইমাম আহমদ রযা খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ভিন্ন আঙ্গিকে শানে মদীনা বর্ণনা করেছেন, তিনি লেখেন:
চমন তাইয়্যেবা হ্যায় ওহ বাগ কেহ মুরগে সিদরা
বরসোঁ চেহকে হ্যাঁ জাহাঁ বুলবুলে শায়দা হো কর
(হাদায়েকে বখশিশ, পৃষ্ঠা: ৭০)