Shehr e Mohabbat

Book Name:Shehr e Mohabbat

 

মুফতী নকী আলী খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর শুভ আলোচনা

    প্রিয় ইসলামী ভাইয়েরা! 'লা হযরতের পিতা মাওলানা মুফতী নকী আলী খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ- অনেক বড় আশেকে রাসূল ছিলেন, اَلْحَمْدُ لِلّٰه আশেকে মদীনাও ছিলেন, যিলক্বদ মাসের ২৯ বা ৩০ তারিখে তাঁর উরস (মৃত্যুবার্ষিকী) হয়, চেষ্টা করে নিজেদের ঘরগুলোতে, দোকানপাটে, অফিসে তার ঈসালে সওয়াবের ব্যবস্থা করুন! اِنْ شَآءَ اللهُ الْکَرِیْم! ওলী কামেলের ফয়যান নসীব হবে আসুন! তাঁর ইশকে মদীনার আলোচনা শুনি:

 

আশেকে রাসূলের, মদীনার সফর (কাহিনী)

    ১২৯৫ হিজরীর ঘটনা, শাওয়াল মাস ছিল, 'লা হযরতের পিতা মাওলানা নকী আলী খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অনেক বেশি অসুস্থ হয়ে পড়লেন, শরীরের বাহ্যিক শক্তি অনেক কমে গেল, এই অবস্থায় একদিন তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আরাম করছিলেন, বাহ্যিক চোখ বন্ধ ছিল কিন্তু ভাগ্য জাগ্রত ছিল, অন্তরের চোখ খোলা ছিল, মাক্কী মাদানী আকা, উভয় জাহানের দাতা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কৃপা করলেন, নিজের আশেকের স্বপ্নে তাশরীফ আনলেন

    সরকারে নামদার, মাক্কী মাদানী তাজদার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিজের আশেককে হুকুম করলেন যে, মদীনায় চলে আসো...! ব্যস আর কী ছিল, মাওলানা নকী আলী খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ-এর চোখ খুললো, যদিও শরীর অসুস্থ ছিল, বাহ্যিক শারীরিক শক্তি অনেক কম ছিল কিন্তু মাদানী আকা, মাহবুবে খোদা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হুকুম করে ফেলেছেন, ফলে মাওলানা নকী আলী খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হজ্জ ও মদীনা মুনাওয়ারার হাজিরার পরিপক্ক ইচ্ছা করে নিলেন। তাঁর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ-বন্ধু-বান্ধব, পরিবারের লোকজন ইত্যাদি অনেক আরয করলো: জনাব...!! শরীর ঠিক নেই, চলাফেরাও মুশকিল, যদি আগামী বছর তাশরীফ নিয়ে যান, তাহলে সরকারে আলী ওয়াকার, মাদানী তাজদার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর হুকুমের উপর আমল হয়ে যাবে। কিন্তু মাওলানা নকী আলী খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ-এর ইশকের অবস্থা দেখুন! শরীর অসুস্থ, শারীরিক দিক থেকে অনেক দুর্বলতা ছিল, সেই সময় সামুদ্রিক জাহাজে, সমুদ্রের পথে সফর হতো, মদীনা পাকে পৌঁছতে অনেক দিন লেগে যেত, এই