Book Name:Shehr e Mohabbat
* রাস্তার উপরের দিকে বা সিঁড়িতে ওঠার সময়, বাস ইত্যাদি যখন সড়কের উঁচু দিকে যায় তখন "اللهُ اَکبَر" এবং সিঁড়ি বা ঢালু থেকে নামার সময় "سُبْحٰنَ الله" বলবে। * গন্তব্যে নামার সময় এটি পড়বেন:
اَعُوْذُ بِکَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
অনুবাদ: আমি আল্লাহ্ করীমের পরিপূর্ণ কালিমাসমূহের উসিলায় সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে পানাহ চাই। اِنْ شَآءَ الله প্রত্যেক ক্ষতি থেকে বাঁচবেন। (আল-হিসনুল হাসীন,পৃ. ৮২)। * সফরকালেও নামাজে কখনোই অলসতা করবেন না, * রাস্তায় বাস খারাপ হয়ে গেলে ড্রাইভার বা মালিক বাস ইত্যাদিকে গালাগাল এবং বকবক করে নিজের আখেরাত বিনষ্ট করার পরিবর্তে ধৈর্যধারণ করবে এবং জান্নাতের আশায় যিকির ও দরূদে মশগুল থাকবে। * ভীড়ের সময় কোনো দুর্বল বা অসুস্থকে দেখলে সওয়াবের নিয়তে তাকে বাসে ইত্যাদিতে আগ্রহের সাথে নিজের আসন দিয়ে দেবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
মদীনা মুনাওয়ারায় শাহাদাতের দোয়া
দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতেমার সময়সূচী অনুযায়ী "মদীনা মুনাওয়ারায় শাহাদাতের দোয়া" মুখস্থ করানো হবে। সেই দোয়া এটি:
اَللّٰهُمَّ ارْزُقْنِى شَهَادَةً فِى سَبِيْلِكَ
وَاجْعَلْ
مَوْتَى فِى بَلَدِ رَسُوْلِكَ صَلَّى اللهُ عَلَيْهِ وَالِهِ وَسَلَّمَ
অনুবাদ: হে আল্লাহ! আমাকে তোমার রাস্তায় শাহাদাত এবং তোমার মাহবুব صَلَّى اللهُ عَلَيْهِ وَالِهِ وَسَلَّمَ এর শহরে মৃত্যু দান কর।
(ফয়যানে ফারুকে আযম, ১/২৮২)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম।
(জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)