Shehr e Mohabbat

Book Name:Shehr e Mohabbat

    প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল(জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)

    হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

মদীনা কি আরশের চেয়েও উত্তম...?

    হুযুর গাযালীয়ে যমান (অর্থাৎ যেন নিজের যুগের ইমাম গাযালী) হযরত আল্লামা কাযেমী শাহ সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যার মাজার শরীফ মুলতানে অবস্থিত... তিনি অনেক বড় আশেকে রাসূল, অনেক বড় আলেম ছিলেনاَلْحَمْدُ لِلّٰه অত্যন্ত মেধাবী প্রজ্ঞাবান ছিলেন, অত্যন্ত চমৎকারভাবে দলিল পেশ করতেন (অর্থাৎ কোনো মাসআলার ওপর এমন শক্তিশালী অভিনব দলিল দিতেন যে, শ্রোতারা অবাক হয়ে যেতেন)একবার তিনি মদীনা তায়্যেবায়, মসজিদে নববী শরীফে উপস্থিত ছিলেন

    মসজিদে নববী শরীফ রওজায়ে রাসূল সামনে থাকলে সেই সময় আশেকদের অবস্থা তো অন্যরকমই হয়, আশেকদের অবস্থা এই হয় যে, যখন তারা রওজায়ে রাসূলের সামনে পৌঁছায় তখন- * মন ব্যাকুল হয়ে ওঠে * হৃদস্পন্দন এলোমেলো হয়ে যায় * চোখ থেকে অশ্রু ঝরতে থাকেএই সময় আশেকরা সবকিছু ভুলে শুধু হুযুর মাহবুবে কায়েনাত صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দিকে মনোনিবেশ করেন

    আমি বলছিলাম যে, মহান আশেকে রাসূল হযরত আল্লামা আহমদ সাঈদ কাযেমী শাহ সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এমনই প্রেমময় অবস্থায় প্রিয়তমের রওজার সামনে দাঁড়িয়ে ছিলেন, চোখ বন্ধ ছিল, ঠোঁট নড়ছিল, নিম্নস্বরে নিজ আকা ও মওলা, মাক্কী মাদানী