Book Name:Shehr e Mohabbat
উন্নত স্থানে পৌঁছানো হোক। আমরা এই কথা জানি, রেওয়ায়াত দ্বারা প্রমাণিত যে, হযরত ঈসা عَلَیْہِ السَّلَام চতুর্থ আসমান থেকে জমিনে তাশরীফ আনবেন, তারপর যখন দুনিয়া থেকে বাহ্যিকভাবে পর্দা করবেন (ইন্তেকাল করবেন) তখন মুস্তাফা জানে রহমত صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পাশে তাঁর মাজার হবে।
এ থেকে প্রমাণিত হলো যে, হযরত ঈসা عَلَیْہِ
السَّلَام -যাকে কৃতজ্ঞতার প্রতিদানস্বরূপ আগের চেয়ে উঁচু ও উত্তম স্থান দান করা উচিত ছিল ô তাকে পঞ্চম আসমানেও পৌঁছানো হবে না, ষষ্ঠ আসমানেও না, সিদরাতুল মুনতাহাতেও না, আরশে আযমেও না, বরং তাকে তার বর্তমান স্থান থেকে উঁচু, উত্তম ও শ্রেষ্ঠ যে স্থান দেওয়া হবে, তা হলো আমার মাহবুব صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর রওজায়ে পুর আনওয়ার (নূরানী রওজা)। এ থেকে জানা গেল যে, যে মাহাত্ম্য, যে উচ্চতা মুস্তাফা জানে রহমত
صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মাজার পাকের অর্জিত হয়েছে, সেই মর্যাদা, সেই উচ্চতা আরশেরও অর্জিত হয়নি। হযরত কাযেমী শাহ সাহেব رَحْمَۃُ اللهِ
عَلَیْہِ -এর এই অভিনব দলিল শুনে সেই বড় কর্মকর্তা অবাক ও হতভম্ব হয়ে গেল। (মাকালাতে কাযেমী, খণ্ড: ১, পৃষ্ঠা: ২৩ বিস্তারিত)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه মদীনা মুনাওয়ারা সবচেয়ে উত্তম শহর। আর কেনই বা হবে না, কারণ এটা মুস্তাফার শহর, এখানে মাহবুবে খোদা, শেষ নবী, মুহাম্মদে আরাবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অবস্থান করছেন।
এখানে একটি বিষয় স্পষ্ট করে দিই: মক্কা উত্তম নাকি মদীনা...? এ ব্যাপারে উলামায়ে কেরাম অনেক ইলমী আলোচনা লিখেছেন, পরিশেষে এই ইলমী আলোচনার ফলাফল এটাই বের হয়েছে যে, প্রিয় আকা, মাক্কী মাদানী মুস্তাফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর তুরবতে মুবারক অর্থাৎ জমিনের সে অংশটুকু যা হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দেহ মুবারকের (পবিত্র শরীর) সাথে লেগে আছে, জমিনের সেই অংশ কা'বা শরীফ বরং আরশে আযমের চেয়েও উত্তম। মাজার শরীফের উপরের অংশ এর মধ্যে শামিল নয়।