Shehr e Mohabbat

Book Name:Shehr e Mohabbat

অন্তর মদীনার জন্য ধড়ফড় করে আল্লাহ্‌ পাকের নেক বান্দা, আশেকানে রাসূল ওলামায়ে কেরাম কত ভিন্ন ভিন্ন আঙ্গিকে মদীনার আদব করতেন, কত ভিন্ন ভিন্ন আঙ্গিকে মদীনা মুনাওয়ারার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটাতেন, আসুন! কিছু ঘটনা শুনি:

 

 

 

মাওলানা সরদার আহমদ খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর
মদীনার প্রতি ভালোবাসা

    মাওলানা সরদার আহমদ সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ, তিনি অনেক বড় আশেকে রাসূল ছিলেন, যখন আশেকে রাসূল ছিলেন তখন মদীনার সাথেও অগাধ ভালোবাসা রাখতেন তাঁর মজলিসে প্রায়ই প্রিয়তমের দেশ নিয়ে আলোচনা হতে থাকতো যদি কোনো মদীনা যিয়ারতকারী তাঁর খিদমতে হাজির হতেন, তবে তার থেকে মদীনা মুনাওয়ারার অবস্থা জিজ্ঞেস করতেন, মদীনা পাকের বাসিন্দা আশেকানে রাসূলের খোঁজখবর নিতেন এবং যদি কোনো তাবাররুক (বরকতময় বস্তু) তাঁকে পেশ করা হতো তখন অত্যন্ত খুশির সাথে কবুল করতেন একবার এক হাজী সাহেব মদীনা তায়্যেবার খেজুর পেশ করলো তখন, সেই সময় দরসে হাদীস (অর্থাৎ আলেম কোর্সের শেষ ক্লাসের পাঠ) চলছিল, মদীনার খেজুর উপস্থিত ছাত্রদের মধ্যে বণ্টন করলেন এবং একটি খেজুর নিজের দাঁতের মাড়িতে চেপে ধরে বলতে লাগলেন: মদীনার খেজুর মুখে রেখেছি, যতক্ষণ গলে ভেতরে যেতে থাকবে, ঈমান তাজা হতে থাকবে

(হায়াতে মুহাদ্দিসে আযম পাকিস্তান, পৃষ্ঠা: ১৫৫)

 

মদীনায় নিজের চুল ও নখ দাফন করা

    হুযুর মুহাদ্দিসে আযম মাওলানা সরদার আহমদ সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ভালোবাসার একটি আঙ্গিক এটাও যে, যখন তিনি মদীনা পাকে উপস্থিতির সৌভাগ্য লাভ করলেন, তখন সেখান থেকে ফেরার সময় নিজের কিছু চুল নখ মদীনা শরীফে দাফন করে দিলেন এবং বারগাহে রিসালাতে আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! মদীনা পাকে মরা তো আমার ইচ্ছাধীন নয়, তবে নিজের শরীরের কিছু অংশ দাফন করে যাচ্ছি, আমার মতো গরীবের জন্য এটাই গণীমত (মহাসম্পদ)