Shehr e Mohabbat

Book Name:Shehr e Mohabbat

    ইমাম হাকেম নিশাপুরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বর্ণনা করেছেন যে, যখন মাদানী আকা, মাক্কী দাতা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হিজরতের ইচ্ছা পোষণ করলেন, তখন আল্লাহ্‌ পাকের দরবারে দুয়া করলেন:

اَللّٰهُمَّ إِنَّكَ إِنْ اَخْرَجْتَنِي مِنْ أَحَبِّ الْبِلَا دِ إِلَىَّ فَأَسْكِنِّي فِي أَحَبِّ الْبِلَادِ إِلَيْكَ

    অর্থাৎ হে আল্লাহ! তুমি আমাকে আমার সবচেয়ে প্রিয় শহর থেকে হিজরত করার আদেশ দিয়েছো, এখন আমাকে তোমার সবচেয়ে প্রিয় শহরে বাসস্থান দাও

(মুসতাদরাক, কিতাব হিজরত, খণ্ড: , পৃষ্ঠা: ৫৩৫, হাদীস: ৪৩২০, সামান্য পরিবর্তনসহ)

    এই দু'আর পর আল্লাহ্‌ পাক তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর জন্য মদীনা পাককে নির্বাচন করলেন, থেকে জানা গেল যে, মদীনা পাক আল্লাহ্‌ পাকের কাছে সবচেয়ে প্রিয় স্থান

 

তাওরাত শরীফে মদীনার আলোচনা

    হযরত কা'বুল-আহবার رَضِیَ اللهُ عَنْہُ যিনি তাওরাত শরীফেরও আলেম ছিলেন, কুরআন মাজীদেরও আলেম ছিলেন, তিনি বলেন: তাওরাত শরীফে (যা হযরত মূসা عَلَیْہِ السَّلَام এর উপর নাযিল হয়েছিল, তাতে) আল্লাহ্‌ পাক মদীনা তায়্যেবাকে এভাবে সম্বোধন করেছেন:

یَا طَیْبَۃُ! یَا طَابَۃُ! یَا مَسْکِیْنَۃُ! لَا تَقبُلِیْ الْکُنُوْزَ اِرْفَعِیْ اَجَاجِیْرَکَ عَلیٰ اَجَاجِیْرِ الْقُرٰی

    হে তায়্যেবা! হে তাবাহ!...!! (অর্থাৎ হে পবিত্র ভূমি!), হে মাসকীনা (অর্থাৎ শান্তি স্থিরতার ভূমি)! তুমি ধনভাণ্ডার গ্রহণ করো না...! তুমি তোমার শান শওকতকে অন্যান্য শহরের শান থেকে উচ্চে রাখো...!! (ফাতহুল বারী লি ইবনে হাজার, কিতাব ফাযায়েলিল মাদীনাহ, বাব আল-মাদীনাতু তাব্বাহ, হাদীস: ১৮৭২ এর অধীনে, খণ্ড: , পৃষ্ঠা: ১১৫)

    سُبْحَانَ الله! কী শান মদীনা তায়্যেবার...! লক্ষ্য করুন! আল্লাহ্‌ কারীম মদীনা তায়্যেবাকে সম্বোধন করতে চেয়েছিলেন, এর জন্য তো শুধু একবার 'ইয়া তায়্যেবা!' বলাই যথেষ্ট ছিল, আল্লাহ্‌ পাক তো রাব্বুল আলামীন, তিনি একবারও কাউকে এভাবে সম্বোধন করলে তার মাহাত্ম্য চারগুণ নয়, বারো গুণ বেড়ে যেত। কিন্তু উৎসর্গ হোন! এটা মদীনা, এটা মাহবুবের শহর, যেভাবে রাব্বে রহমান তাঁর মাহবুবকে অগাধ ভালোবাসেন, সেভাবেই মাহবুবের শহরও মাহবুব, এজন্য যখন মদীনায়ে মুনাওয়ারার পবিত্র ভূমিকে সম্বোধন করার