Book Name:Shehr e Mohabbat
কাফিরূন (২) সূরা নসর (৩) সূরা ইখলাস (৪) সূরা ফালাক্ব (৫) সূরা নাস। প্রত্যেক সূরা একবার করে এবং প্রত্যেকটির শুরুতে بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیمِ এবং সব শেষেও একবার بِسْمِ اللهِ পুরোপুরি পড়ুন, (এভাবে সূরা পাঁচটি হবে এবং بِسْمِ اللهِ শরীফ ছয়বার হবে)। হযরত জুবাইর বিন মুতয়িম رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি যদিও সম্পদশালী ছিলাম কিন্তু যখন সফর করতাম তখন (সব সঙ্গীর চেয়ে) খারাপ অবস্থায় থাকতাম, যখন থেকে এই সূরাগুলো সফরের পূর্বে সবসময় পড়তে শুরু করেছি, এর বরকতে ফেরা পর্যন্ত স্বাচ্ছন্দ ও সম্পদশালী থাকি। (আবু ইয়া'লা, ৬/২৬৫, হাদীস: ৭৩৮২) * আয়না, সুরমা, চিরুনি, মিসওয়াক সাথে রাখা সুন্নাত। (বাহারে শরীয়ত, অংশ ১, ৬/১০৫১)
সফর করার বাকি সুন্নাত ও আদবসমূহ তারবিয়্যাতী হালকাগুলোতে (প্রশিক্ষণমূলক হালকায়) বর্ণনা করা হবে, তাই এগুলো জানার জন্য তারবিয়্যাতী হালকাগুলোতে অবশ্যই অংশগ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দা’ওয়াতে ইসলামীর
সাপ্তাহিক ইজতিমায় পঠিত
৬টি
দরূদ শরীফ ও ২টি দোয়া
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ
الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ
বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন।
(আফযালুস সালাওয়াতি আ’লা সায়্যিদিস সাদাত, ১৫১ পৃষ্ঠা)
(২) সমস্ত গুনাহের ক্ষমা