Book Name:Shehr e Mohabbat
আল্লাহ্ পাক আমাদেরকেও * ইশকে মদীনা * ইয়াদে মদীনা * গমে মদীনা * যিকরে মদীনা * ফিকরে মদীনা * এবং বারবার, হাজারবার বা-আদব মদীনায় উপস্থিতির তৌফিক নসীব করুক।
اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
কবুতরদের মাহবুবের দরবারে প্রতি ভালোবাসা
প্রিয় ইসলামী ভাইয়েরা! মদীনা ভালোবাসার শহর, শুধু মানুষই নয় যারা মদীনাকে ভালোবাসেন اَلْحَمْدُ لِلّٰه বরং পশুপাখিও মদীনা পাকের প্রতি সীমাহীন ভালোবাসা রাখে। সাইয়্যেদী কুতুবে মদীনা মাওলানা যিয়াউদ্দীন মাদানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যিনি আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পীর সাহেব, তিনি মদীনা পাকের সাথে অগাধ ভালোবাসা রাখতেন, তিনি বছরের পর বছর মদীনা পাকেই উপস্থিত ছিলেন এবং আজও اَلْحَمْدُ لِلّٰه মদীনা পাকেই বাকী শরীফে সমাহিত আছেন। সাইয়্যেদী কুতুবে মদীনা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একবার ইন্তেজামিয়া (কর্তৃপক্ষ) মসজিদ শরীফের হারামে আনওয়ারকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সিদ্ধান্ত নিলো যে, হারাম শরীফে কবুতরদের জন্য দানা দেওয়া হবে না, এভাবে কবুতর অন্য কোথাও চলে যাবে। এই হুকুম বাস্তবায়ন করা হলো এবং কয়েকদিন পর্যন্ত কবুতরদের দানা দেওয়া হলো না। কিন্তু কবুতরদের সবুজ গুম্বদের প্রতি ভালোবাসার এই অবস্থা ছিল যে, ক্ষুধায় মরে যাচ্ছিল কিন্তু মাহবুবের দরবার ছাড়তে প্রস্তুত ছিল না। আহলে মদীনা (মদীনাবাসী) এই ইশকভরা দৃশ্য নিজেদের চোখে দেখলো এবং ইন্তেজামিয়াকে জোর করে আপিল করা হলো, তখন পুনরায় সেখানে কবুতরদের দানা দেওয়ার سلسلہ শুরু হয়ে গেল।
আল্লাহ্ পাক আমাদেরকেও মদীনা মুনাওয়ারার প্রতি অগাধ ভালোবাসা নসীব করুক। اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
নেক আমল নম্বর ৩১ এর প্রতি উৎসাহ প্রদান