Shehr e Mohabbat

Book Name:Shehr e Mohabbat

মুস্তাফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে না জানি কী কী আরযি পেশ করছিলেন, এমন সময় হঠাৎ এক বেয়াদব এসে হাজির হলো এবং আশেকের প্রেমময় উপস্থিতিতে বিঘ্ন ঘটিয়ে বললো: হাজী সাহেব! কাবার দিকে পিঠ দেবেন না! যা কিছু আরযি পেশ করার আছে, কাবার দিকে মুখ করে, রওজার দিকে পিঠ করে করুন...!!

    যেহেতু সেটা রাসূলের দরবারে উপস্থিতির সময় ছিল, তখন অন্য দিকে মনোযোগ দেওয়া ঠিক ছিল না, তাই হুযুর গাযালীয়ে যমান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তার কথা শুনেও না শোনার ভান করলেন এবং আরযি পেশ করতে থাকলেন যে বেয়াদব ছিল, সে তার চেহারা মোবারক মনে গেঁথে নিলো, ফলে পরের দিন তাঁকে সেখানকার এক বড় কর্মকর্তার কাছে নিয়ে যাওয়া হলো... এই পবিত্র অপরাধে যে, এই লোকটি রওজার দিকে মুখ করে আরযি পেশ করে তিনি সেই বড় কর্মকর্তার কাছে পৌঁছালেন, সে প্রথম প্রশ্ন এটাই করলো: আপনি কি রাসূলের কবরকে কাবার চেয়ে উত্তম মনে করেন...?

    এবার গাযালীয়ে যমান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ -এর ইলমী কামাল দেখুন! তিনি বললেন: তুমি কাবার কথা বলছো, আমি তো এই স্থানকে আরশের চেয়েও উত্তম মনে করি সেই কর্মকর্তা বললো: এর ওপর দলিল দাও...!! তিনি বললেন: শোনো তাহলে দলিল....!! কুরআন করীম দ্বারা প্রমাণিত যে, আল্লাহ্‌ পাকের নবী হযরত ঈসা عَلَیْہِ السَّلَام কৃতজ্ঞ বান্দা অন্যদিকে আল্লাহ্‌ পাক ফরমান:

لَئِنْ شَكَرْتُمْ لَا زِيدَنَّكُمْ

(পারা: ১৩, ইবরাহীম: )                  কানযুল ঈমানের অনুবাদ: যদি তোমরা কৃতজ্ঞ হও, তবে আমি তোমাদেরকে আরো অধিক দিব

 

    দেখো! একদিকে হযরত ঈসা عَلَیْہِ السَّلَام যিনি শুকরগুজার বান্দা, অন্যদিকে আল্লাহ্‌ পাকের এই ওয়াদা যে, কৃতজ্ঞকে পূর্বের তুলনায় আরও বেশি দান করা হয়। এখন এই কথা তো প্রমাণিত যে, হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এই সময় চতুর্থ আসমানে অবস্থান করছেনযেহেতু তিনি কৃতজ্ঞ, তাই উচিত হলো, তিনি এখন যেখানে আছেন, কৃতজ্ঞতার কারণে তাঁকে এর চেয়ে ভালো, এর চেয়ে উঁচুতে, এর চেয়ে উত্তম এবং এর চেয়ে