Book Name:Yaqeen Ki Barkatain
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হযরত আবু মুসলিম খাওলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বিশ্বাস
হযরত আবু মুসলিম খাওলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যাকে এই উম্মতের হাকিম (অর্থাৎ অনেক বুদ্ধিমান ও জ্ঞানী ব্যক্তি) বলা হয়েছে। (হিলয়াতুল আউলিয়া,খণ্ড ২, পৃঃ ১৪৪) তিনি তাবেঈ, ইয়েমেনে থাকতেন, তাঁর যুগে তাঁর এলাকার আসওয়াদ আনসী নামক এক ব্যক্তি নবুয়তের মিথ্যা দাবী করল, সে একদিন তাঁকে জোর পূর্বক তার কাছে ডেকে জিজ্ঞাসা করল: তুমি কি সাক্ষ্য দাও যে, মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আল্লাহর রাসূল? বললেন: হ্যা, অবশ্যই(হযরত মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আল্লাহ পাকের সত্যিকার নবী, আমার আকা, আমি তাঁর উপর ঈমান রাখি) আসওয়াদ পুনরায় জিজ্ঞাসা করল, তুমি কি সাক্ষ্য দাও যে, আমি আল্লাহর রাসূল? তিনি (খুব সরলভাবে) বললেন: আমি শোনিনি যে, তুমি কি বলেছো। এটা শোনে আসওয়াদ আনসী খুব রেগে গেল, সে তৎক্ষণাত হুকুম দিল যে, একটি বিশাল ভয়ানক আগুন জ্বালানো হোক, তার কর্মীরা দ্রুত আগুন জ্বালিয়ে দিল। এবার হুকুম দিল, আবু মুসলিমকে এই প্রজ্জ্বলিত আগুনে নিক্ষেপ করা হোক। সুতরাং তাকে ওই প্রজ্জ্বলিত ভয়ানক আগুনে নিক্ষেপ করা হল। কিন্তু বাহ! سُبْحَانَ الله! যেভাবে আল্লাহ পাক হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام এর উপর আগুনকে শীতল ও নিরাপদ বানিয়ে দিলেন, তেমনিভাবে হযরত আবু মুসলিম খাওলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর জন্যও আগুন শীতল হয়ে গেল। আল্লাহ পাকের দয়ায় তিনি সুস্থ ও নিরাপদে আগুন থেকে বাহিরে চলে আসলেন। এই আশ্চার্য্যজনক দৃশ্য দেখে আসওয়াদ আনসীর মিথ্যা নবুয়তের উপর কালো দাগ পড়ে গেল, তার আশঙ্কা হলো যে, যদি এই ব্যাপারটি প্রসিদ্ধ হয়ে যায় তবে লোকেরা আমার নবুয়তকে কখনোই মানবে না, সুতরাং সে তাঁকে ইয়েমেন থেকে বের করে দিলো আর তিনি মদীনায়ে মোনাওয়ারায় হাজির হয়ে গেলেন। (হিলয়াতুল আউলিয়া, খণ্ড ২, পৃঃ ১৫০-১৫১)