Yaqeen Ki Barkatain

Book Name:Yaqeen Ki Barkatain

বিশ্বাস ঈমানের প্রান

    প্রিয় ইসলামী ভাইয়েরা! এই কথা স্মরণ রাখবেন! আল্লাহ পাকেরউপর, তাঁর প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উপর এবং আল্লাহ রাসূলের ফরমানের উপর পূর্ণ বিশ্বাস ভরসা থাকা ঈমানের প্রাণ যদি এই ভরসা দূর্বল হয়ে যায় তবে আমাদের ঈমান টলমল হতে পারে সুতরাং এটা আবশ্যক এবং জরুরি যে, আমরা নিজের জ্ঞানের চেয়েও অধিক, নিজের চোখের চেয়ে অধিক, নিজের অভিজ্ঞতার চেয়েও অধিক আল্লাহ রাসূলের বিধিবিধানের উপর এবং তাদের ফরমানের উপর বিশ্বাস রাখব প্রখ্যাত মুফাস্সিরে কোরআন মুফতী আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন, আল্লাহ পাক রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উপর ভরসা থাকা ঈমানের বাস্তবতা, জিনিসকে দেখে বা শোনে তো প্রত্যেকে মেনে নেয় কিন্তু ওই জিনিস যা তার থেকে অদৃশ্য এবং মস্তিস্কে আসে না, সেটাকে শুধুমাত্র এই কারণে মেনে নেয়া যে, সেটা রাসূলুল্লাহ
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেছেন এটা এই কথার দলিল যে, তার অন্তরে আনুগত্য আছে আরো বলেন, সত্যি বলতে গেলে ঈমানের প্রাণ হলো এটাই যে, রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সংবাদের উপর নিজের ইন্দ্রিয় (চোখ, কান এবং জ্ঞান ইত্যাদি) এর চেয়ে অধিক ভরসা থাকা, যদি আমরা চোখে দেখি যে, এখন দিন আর নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলছেন যে, এখন রাত তবে আমাদের চোখ ভুল আর নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সত্য কারণ আমাদের চোখ হাজারবার ভুল করে যায় কিন্তু তাঁর ফরমান কখনোই ভুল হয় না (তাফসীরে নঈমী, পারা , সূরা বাকারা, ৩য় খণ্ড, আয়াত: ১২৮-১২৯)

 

বিশ্বাসের বরকত

    প্রিয় ইসলামী ভাইয়েরা! এটা বুঝার বিষয়, আমাদের কিছু বুঝে আসুক বা না আসুক, আমাদের ছোট্ট জ্ঞান কোন কিছুর গভীর পর্যন্ত পৌঁছতে পারে বা না পারে, যে কথা আল্লাহ রাসূল বলে দিয়েছেন,সেটা সত্য, যদি আমাদের কিছু বুঝে না আসে তবে সেটা আমাদের দূর্বলতা এই কারণে আমাদেরকে বিশ্বাস অবলম্বন করতে হবে, বিশ্বাসের অনেক বরকত রয়েছে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: মানুষকে এই