Yaqeen Ki Barkatain

Book Name:Yaqeen Ki Barkatain

দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকি আমরা মানি যে, মুসলমানের উন্নতি কোরআনের উপর আমলের মাধ্যমে কিন্তু স্বয়ং নিজে কোরআন পড়িনা আর না বাচ্চাদের পড়াই আমরা মানি যে, আল্লাহ পাক দোয়া কবুল করেন কিন্তু বিশ্বাসহীনতার কারণে প্রথমত দোয়া প্রার্থনাকারীই খুবই কম, দোয়া করলেও তা আবার বিশ্বাসহীনতার সাথে

 

হযরত সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ এর পূর্ণ বিশ্বাস

    মুসলমানদের প্রথম খলিফা হযরত সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আল্লাহ পাক ইরশাদ করেন:

وَ مَا مِنْ دَآبَّۃٍ فِی الْاَرْضِ اِلَّا عَلَی اللّٰہِ رِزْقُہَا

(সূরা হুদ, পারা ১২, আয়াত )      কানযুল ঈমানের অনুবাদ: এবং ভূ-পৃষ্টে বিচরনকারি কেউ এমন নেই, যার জীবিকা আল্লাহর করুনার দায়িত্বে নয়

 

    তিনি رَضِیَ اللهُ عَنْہُ বলেন: যখন থেকে আমি এই আয়াত পড়ে নিয়েছি, আল্লাহ পাকের শপৎ! আমি রুজি রোজগারের চিন্তা ছেড়ে দিয়েছি

(আল লামউ পিত্তাসাউফ, পৃঃ ১৭১)

    سُبْحَانَ الله কেমন মহিমা হযরত সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ এর ...!! যখন আল্লাহ পাক ইরশাদ করে দিয়েছেন যে, রিযিক আমার করুণার দায়িত্বে, সুতরাং এরপর আমাদের চিন্তা করার কী প্রয়োজন তাওয়াক্কুল অবলম্বন করুন রিযিক আল্লাহ পাকের করুণার দায়িত্বে, তিনি আমাদেরকে রিযিক দান করবেন আমাদের উচিত যে, রিযিকের চিন্তায় দিন রাত অতিবাহিত না করে নেক কাজের চিন্তা করা, জান্নাতে যাওয়ার চিন্তা করা

    নিশ্চয় হালাল রিযিক উপার্জন করাও আমাদের দায়িত্ব, প্রয়োজনানুসারে আমাদেরকে কাজও করতে হবে কিন্তু রাত দিন ধন-সম্পদের চিন্তায় অস্থির থাকা ঠিক নয় আমরা আল্লাহ পাকের কাজে লেগে যাই অর্থাৎ আমরা নেক কাজ করি * নামায পড়ি * ইবাদত করি
* দ্বীনের খেদমত করি * কাফেলায় সফর করি * নেকীর দাওয়াতের সাড়া জাগাই * اِنْ