Yaqeen Ki Barkatain

Book Name:Yaqeen Ki Barkatain

    سُبْحَانَ الله কেমন দৃষ্টান্তহীন অকাট্য বিশ্বাস, আল্লাহ পাকের রহমতের উপর, তাঁর দয়ার উপর কী পরিমান অকাট্য ঈমান, অতঃপর এই ঈমানের ফলাফল দেখুন, কেমন চমৎকার বের হল, হুকুম হয়ে গেল:

یٰنَارُ کُوْنِیْ بَرْدًا وَّ سَلٰمًا عَلٰۤی اِبْرٰھِیْمَ

(পারা ১৬, সূরা আম্বীয়া, আয়াত:৬৯)             কানযুল ঈমানের অনুবাদ: হে আগুন! হয়ে যা শীতল নিরাপদ ইব্রাহিমের উপর

 

    اَللهُ اَكْبَرُ! হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام এর ঈমান মজবুত ছিল, বিশ্বাস অনন্য ছিল, সুতরাং রাব্বে কারিম তাঁর জন্য এত বড় আগুনকে ফুলের বাগান বানিয়ে দিলেন

 

নমরুদীরা জ্বলে ছাঁই হয়ে গেল

    রেওয়ায়েতে রয়েছে: হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام কে যখন আগুনে নিক্ষেপ করা হলো, তখন এর কিছুদিন পর নমরুদ তার প্রাসাদের ছাদে উঠল, এটা দেখার জন্য যে, ইব্রাহিম عَلَیْہِ السَّلَام কী অবস্থায় আছেন যখন সে দেখল তো আশ্চার্য্য হয়ে গেল যে, ইব্রাহিম عَلَیْہِ السَّلَام আগুনে প্রশান্তিতে বসে আছেন এবং আগুন তাঁর জন্য ফুলের বাগান হয়ে গেল

    এবার তার মনে হল যে, সম্ভবত এই আগুনে কোন সমস্যা আছে, এই আগুনই প্রজ্জ্বলকারী নয়, অতঃপর সে পরীক্ষার করার জন্য এক ব্যক্তিকে আগুনে নিক্ষেপ করলো, যেই মাত্র তাকে আগুনে নিক্ষেপ করা হলো খুব দ্রত সে জ্বলে ছাঁই হয়ে গেল (রুহুল মায়ানী,পারা ১৭, সূরা আম্বীয়া, আয়াত: ৬৯, অংশ ১৭, খণ্ড , পৃঃ ৯১) অর্থাত আগুন তার আপন অবস্থাতেই ছিল, আগুনের কাজই হল জ্বালানো আর সে জ্বালাচ্ছিল, কিন্তু ইব্রাহিম عَلَیْہِ السَّلَام এর জন্য ফুলের বাগানে পরিনত হল তাঁর এই মহান মুযেজা দেখে অনেক লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল (তারিখুল হামিছ,খন্ড , পৃঃ ১৫৫)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! এটাই হল ঈমান এবং বিশ্বাসের বরকত...!! এটা কোন কাব্যিক কথা নয়, বাস্তব, যখন ঈমান মজবুত হয়ে যায়, বিশ্বাস পরিপক্ক হয়ে যায় তখন রাব্বে কারিমের রহমত অবশ্যই পাওয়া যায়