Book Name:Yaqeen Ki Barkatain
বিশ্বাসের মাধ্যমে রহমত পাওয়া যায়
হযরত আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ বলেন: নিশ্চয় রহমত এবং বিপদ থেকে মুক্তি বিশ্বাস এবং আল্লাহ পাকের সন্তুষ্টিতে রয়েছে। আর দুঃখ ও পেরেশানি সন্দেহ এবং আল্লাহ পাকের নাফরমানিতে রয়েছে।
(মাওসুয়া ইবনে আবিদ দুনিয়া, ১ম খন্ড, পৃঃ ৩১, হাদিস: ২৩)
প্রিয় ইসলামী ভাইয়েরা! এটা বিশ্বাসের বরকত * বিশ্বাসের মাধ্যমে জান্নাত পাওয়া যায় * বিশ্বাসের বরকতে পেরেশানি দূর হয় * বিশ্বাসের বরকতে ধৈর্যধারণ করা সহজ হয়ে যায় * বিশ্বাসের বরকতে মানুষ ইবাদতে স্থায়িত্ব পেয়ে যায় * বিশ্বাসের বরকেতই দুনিয়াতে উন্নতি এবং আখিরাতে সফলতা পাওয়া যায়।
অনেক প্রসিদ্ধ হাদিসে কুদসী: আল্লাহ পাক ইরশাদ করেন: اَنَا عِنْدَ ظَنِّ عَبْدِیْ بِیْ আমি আমার বান্দার ধারনার নিকটবর্তী হয়ে থাকি, যে সে আমার উপর রাখে। (মুসলিম, হাদিস: ২৬৭৫, পৃঃ ১০৩৩)
মুফতী আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই হাদীসে পাক প্রসঙ্গে বলেন: এখানে عَبْد দ্বারা উদ্দেশ্য হল মুমিন। অর্থাৎ বান্দা আমার ব্যাপারে যেমন বিশ্বাস রাখে আমি তার সাথে তেমনই আচরণ করব।
(মিরাতুল মানাজীহ, খন্ড ৩, পৃঃ ৩০৬)
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই হাদীসে পাকের উপর একটু চিন্তা করুন! আল্লাহ পাক বান্দার ধারনার সাথে রয়েছেন। যেমন বিশ্বাস তেমন ফলাফল পাবে। এবার চিন্তা করুন!যখন মন মানসিকতাই এমন বানিয়ে নেওয়া হয় যে, সত্য বললে ব্যবসা চলে না, তাহলে বলুন রিযিকে বরকত কোত্থেকে আসবে? * যখন মন মানসিকতা এটা বানিয়ে নেওয়া হয় যে, নামাযের জন্য সময় বের করলে তো কাজের ক্ষতি হবে, বলুন! কাজের মধ্যে উন্নতি হবে কিভাবে? যখন মন মানসিকতা এটা বানিয়ে নেওয়া হয় যে, উন্নতির জন্য দুনিয়াবী ডিগ্রী সমূহ অর্জন করা জরুরি, তবে কোরআনুল করীমের বরকত কোত্থেকে আসবে? যখন মন মানসিকতাই বানিয়ে নেওয়া হয় যে, আজকাল নেকী করার সময় নয়,তাহলে নেকী করার তাওফিক পাবে কিভাবে? যখন ধন-সম্পদ এবং দুনিয়াকেই সব