Yaqeen Ki Barkatain

Book Name:Yaqeen Ki Barkatain

কিছু মনে করে নিয়েছে,তবে কল্যাণ কোত্থেকে আসবে? আল্লাহ পাকের প্রতি সু ধারনা রাখুন! ব্যবসাতে সত্য বলুন, আল্লাহ পাক রিযিকও দান করবেন,তাতে বরকতও দেবেন নামাযের সময় হলে সমস্ত কাজ ছেড়ে দিয়ে নামাযের দিকে যাওয়ার অভ্যাস গড়ুন, আল্লাহ পাক দুনিয়াও উন্নত করে দেবেন আখিরাতও সজ্জিত করে দেবেন * কোরআনুল কারিম পড়তে, শিখতে, বুঝতে এবং এর উপর আমল করার দিকে অগ্রসর হোন আল্লাহ পাক দুনিয়াতেও উন্নতি দিবেন,কবর আখিরাতেও নুর দান করবেন

১২ দ্বীনি কাজের মধ্যে থেকে একটি দ্বীনি কাজ হল: সাপ্তাহিক পুস্তিকা অধ্যয়ন করা

    প্রিয় ইসলামী ভাইয়েরা! বিশ্বাস পাওয়ার জন্য দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে সম্পৃক্ত হয়ে যান জেলী হালকার ১২ দ্বীনি কাজে অংশ নিন দাওয়াতে ইসলামীর ১২ দ্বীনি কাজের মধ্যে থেকে একটি দ্বীনি কাজ হল সাপ্তাহিক পুস্তিকা অধ্যয়ন করা মন্দ সংস্পর্শ থেকে বাঁচতে যেখানে আরো মাধ্যম রয়েছে সেখানে একটি অন্যতম মাধ্যম হল মাকতাবাতুল মদীনা থেকে প্রকাশিত আমিরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এবং ইসলামিক রিচার্স সেন্টার (আল মদীনাতুল ইলমিয়্যা) এর কিতাব পুস্তিকা সমূহ অধ্যয়ন করাও اَلْحَمْدُ لِلّٰه আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ আশেকানে রাসূলদের প্রত্যেক সপ্তাহে একটি পুস্তিকা অধ্যয়ন করতে এবং শোনতে না শুধু উৎসাহিত করেন বরং পুস্তিকা অধ্যয়নকারী শ্রবনকারী কারিনীদের দোয়া দ্বারা ধন্য করেন সুতরাং আপনিও সাহস করুন এবং আমিরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর দোয়ার মধ্যে অংশ পাওয়ার জন্য আমিরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর প্রদত্ত সাপ্তাহিক পুস্তিকা অধ্যয়ন করার শোনার অভ্যাস বানিয়ে নিন اَلْحَمْدُ لِلّٰه ৭২ নেক আমল পুস্তিকায় সাপ্তাহিক পুস্তিকা অধ্যয়ন করা/ শোনার উৎসাহের উপর সম্বলিত একটি নেক আমলও রয়েছে সুতরাং নেক আমল নম্বর ৬৩: আপনি কি সাপ্তাহিক পুস্তিকা পড়ে বা শোনে নিয়েছেন? আল্লাহ করীম আমাদের সবাইকে ধারাবাহিকতার সাথে সাপ্তাহিক পুস্তিকা পড়ার বা শোনার তাওফিক দান করুনاٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد