Book Name:Yaqeen Ki Barkatain
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! এখন যে দিন অতিবাহিত হচ্ছে, জিলকদ্ব এর মোবারক মাস চলমান, শিগ্রই জিলহজ্জ মাসের আগমন ঘঠবে اِنْ شآءَ الله। আশেকানে রাসূল সুন্নাতে ইব্রাহিমী আদায় করার জন্য কোরবানী করবে, সৌভাগ্যবানরা হজ্জের জন্যও পৌঁছে গেছে এবং পৌঁছাচ্ছে, সেখানেও হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام, হযরত ইসমাইল عَلَیْہِ السَّلَام এবং হাজেরা رَحْمَۃُ اللهِ عَلَیْہَا এর স্মৃতিচারণ করা হবে। এই মোবারক দিন আমাদেরকে বিশেষ করে ঈমান ও অকাট্য বিশ্বাসের শিক্ষা দিচ্ছে। * আল্লাহ পাকের প্রতি * তাঁর রহমতের প্রতি * তাঁর দয়ার উপর অকাট্য বিশ্বাস রাখা * না দেখে আল্লাহ পাককে স্বীকার করা * তাঁর ওয়াদার উপর সীমাহীন অকাট্য বিশ্বাস রাখা, এগুলো এই বরকতময় দিনের বিশেষ সবক। হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَامএর পবিত্র জীবনী দেখুন! উপমাবিহীন ঈমান ও অকাট্য বিশ্বাসে ভরপুর।
আগুন ফুলের বাগানে পরিনত হল.....!!
খুবই প্রসিদ্ধ ঘটনা, আপনারা অনেকবার শুনেছেন, কোরআন মাজিদেও এই ঘটনাটির কিছুটা ব্যাখ্যা বর্ণনা করা হয়েছে, নমরুদ সে সময়ের জালিম বাদশা ছিল, তখন সম্পূর্ণ সাম্রাজ্য ছিল তার, এই হতভাগা নিজেকে খোদা দাবী করত, اَسْتَغْفِرُ الله মানুষ তার পূজায় ব্যাস্থ ছিল, অর্থাৎ একদিকে পুরো সাম্রাজ্য, অপর দিকে হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام। এমন পরিবেশে হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام একাই সত্য কালেমার দাওয়াতকে উঁচু করেছেন।