Yaqeen Ki Barkatain

Book Name:Yaqeen Ki Barkatain

দুনিয়াতে সবচেয়ে উত্তম জিনিস বিশ্বাস এবং সুস্থতা দান করা হয়েছে সুতরাং আল্লাহ পাকের কাছে এই দুই জিনিসের প্রার্থনা করো....!!

(মাওসুয়া ইবনে আবিদ দুনিয়া, ১ম খন্ড, পৃঃ ২৬, হাদিস: ১৩)

    ইমাম হাসান বসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই হাদীসে পাক বর্ণনা করলেন, এরপর বললেন: রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সত্য বলেছেন বিশ্বাসের বরকতে জান্নাত পাওয়া যায় * বিশ্বাসের বরকতে মানুষ জাহান্নাম থেকে দূরে থাকে * বিশ্বাসের বরকতে ফরজ পুরোপুরি আদায় করা হয়
* বিশ্বাসের বরকতে মানুষ ঈমানের উপর অটল থাকে * আর নিরাপত্তার মধ্যে অনেক বড় কল্যাণ রেখে দেওয়া হয়েছে

(মাওসুয়া ইবনে আবিদ দুনিয়া, ১ম খন্ড, পৃঃ ২৬, হাদিস: ১৩)

 

ইবাদতের সৌন্দর্য্য কি?

            হযরত লোকমান হাকিম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর সন্তানকে নসীহত করতে গিয়ে বলেন: বৎস! প্রত্যেক কাজের একটা সৌন্দর্য্যতা এবং একটা সীমা থাকে আর ইবাদতের সৌন্দর্য্যতা হল পরহেযগারী এবং দৃঢ় বিশ্বাস

(মাওসুয়া ইবনে আবিদ দুনিয়া, ১ম খন্ড, পৃঃ ২৭, হাদিস: ১৪)

 

বিশ্বাসের কারণে জান্নাত পেয়ে গেল

    হযরত মুগীরা বিন হাবীব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হযরত আব্দুল্লাহ বিন গালিব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ইন্তেকাল হল,তাকে কেউ স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো: আপনার সাথে কেমন আচরন করা হয়েছে? বললেন: সর্বোত্তমবললো: এখন আপনি কোথায় যাচ্ছেন? বললেন: জান্নাতের দিকে এরপর বললেন: আমার এই নেয়ামত বিশ্বাস এবং তাহাজ্জুদে দীর্ঘ নফল পড়ার বরকতে নসীব হয়েছে

(মাওসুয়া ইবনে আবিদ দুনিয়া, ১ম খন্ড, পৃঃ ২৮, হাদিস: ১৭)