Book Name:Yaqeen Ki Barkatain
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের আল্লাহ পাকের উপর, তাঁর রহমতের উপর, তাঁর দয়ার উপর বিশ্বাস রাখতে হবে, অবশ্যই রাখতে হবে কিন্তু মনে রাখবেন! হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام এর জন্য যে, আগুন বাগানে পরিণত হয়ে গেছে, হযরত আবু মুসলিম খাওলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নির্বিঘ্নে আগুনে গেলেন, এটা ইব্রাহিম عَلَیْہِ السَّلَامএর মুযিজা এবং হযরত আবু মুসলিম খাওলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কারামত। আমাদের জেনে বুঝে এই ধরনের বিপজ্জনক পদক্ষেপ না নেওয়া উচিত। আমরা বান্দা, বান্দা হয়েই থাকব। আল্লাহর পানাহ! আল্লাহ পাকের কুদরতকে যাচাই করা আমাদের জন্য উচিত নয়। আল্লাহ পাকের নবী হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর ঘটনা, একবার তাঁকে কেউ বলল: হে ঈসা عَلَیْہِ السَّلَام! আপনি কি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখেন? বললেন: হ্যাঁ, অবশ্যই রাখি। প্রশ্নকারী বলল, তাহলে আপনি এই পাহাড় থেকে লাপ দিন, দেখি আপনার প্রতিপালক আপনাকে বাঁচায় কি না? হযরত ঈসা عَلَیْہِ السَّلَامবললেন, আমি আল্লাহ পাকের উপর অবশ্যই ভরসা রাখি কিন্তু তাঁর পরীক্ষা কখনোই নেই না।
(ফয়যুল ক্বদীর, খণ্ড ৩, পৃঃ ৩৯২, হাদিস: ৩৪৪৫)
سُبْحَانَ الله আমাদেরকেও এই ধরনটা অবলম্বন করতে হবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! ঈমান এবং বিশ্বাসের অনন্য ঘটনা শুনুন। তিনজন লোকের একটি কাফেলা ছিল, সিরিয়া থেকে রওনা হয়েছে, ওই কাফেলায় একজন হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام,একজন তাঁর স্ত্রী হযরত হাজেরা رَحْمَۃُ اللهِ عَلَیْہَا তৃতীয়জন তাঁর শাহজাদা হযরত ইসমাইল عَلَیْہِ السَّلَام ছিলেন। হযরত জিব্রাইল عَلَیْہِ السَّلَام ও তাদের সাথে ছিলেন, যিনি পথ দেখাচ্ছিলেন। এবার একটু চিন্তা করুন! হযরত ইব্রাহিম এর বয়স ৯০ বছরের অধিক ছিল, ওই সময় তাঁকে সন্তান দান করেন, এখন হুকুম হল যে, হে ইব্রাহিম عَلَیْہِ السَّلَام! তোমার সন্তান ও স্ত্রীকে অনাবাদি উপত্যকায় রেখে আসেন। হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام এর আনুগত্যের স্পৃহা দেখুন, তাঁর একমাত্র এবং দুগ্ধ পানকারি শাহজাদাকে নিয়ে